এসব পেইজ ও গ্রুপের নামও প্রকাশ করেছে বিএসইসি। ১১টির মধ্যে তিনটি পেইজ এবং আটটি গ্রুপ হিসেবে সক্রিয় রয়েছে।
শেয়ার দর নিয়ে ‘লোভনীয় প্রস্তাব’, ১১ ফেইসবুক পেইজ-গ্রুপ নিয়ে সর্তকবার্তা

- আপডেট সময় ১১:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে
শেয়ার দর বাড়া-কমা নিয়ে আগাম ঘোষণা দেওয়া কিছু ফেইসবুক পেইজ ও গ্রুপের বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, এসব পেইজ ও গ্রুপ থেকে শেয়ার দর নিয়ে ‘লোভনীয় প্রস্তাবের’ মাধ্যমে ‘প্রতারণামূলক’ কার্যক্রম চালানো হচ্ছে।
এসব পেইজ ও গ্রুপের নামও প্রকাশ করেছে বিএসইসি। ১১টির মধ্যে তিনটি পেইজ এবং আটটি গ্রুপ হিসেবে পরিচালিত।
১১ পেইজ ও গ্রুপের মধ্যে রয়েছে—
>> শখের শেয়ার বাজার (https://www.facebook.com/profile.php?id=61579790072044)
>> বিডি স্টক এক্সচেঞ্জ (ডিএসই অ্যান্ড সিএসই) https://www.facebook.com/groups/391580888653809/)
>> মমিন ডিএসই (https://www.facebook.com/groups/391580888653809/user/100016058347627/)
>> আশাকা রাসুল নোমানি (https://www.facebook.com/groups/391580888653809/user/100008105401350/)
>> শেয়ার মার্কেট সাকসেস স্ট্রাটেজিস (https://www.facebook.com/groups/391580888653809/user/61 574056896483/)
>> বাজার বিশ্লেষণ (https://www.facebook.com/profile.php?id=61579257136367)
>> আশিকুর রহমান আশিক (https://www.facebook.com/asikura rahamana asika.371807)
>> আনিকা সারাহ (কনসালটেন্সি অ্যাসেট ম্যানেজমেন্ট); https://www.facebook.com/anika sarah. 142)
>> পাবলিক বিজনেস ক্লাব (https://www.facebook.com/groups/1421914744614689/)
>> প্ল্যান্ড ইনভেস্টমেন্ট (https://www.facebook.com/groups/1768873286596084/)
>> কালেব রাইট(https://www.facebook.com/profile.php?id=61579983105760)
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারকচক্র পুঁজিবাজারে বিনিয়োগের জন্য লোভনীয় প্রস্তাব করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে। ফেইসবুকে প্রাথমিক অনুসন্ধানে কিছু পেইজ বা গ্রুপের সন্ধান পাওয়া গেছে।’’
এসব পেইজ থেকে পুঁজিবাজারের বিভিন্ন শেয়ারের দর বৃদ্ধি ও কমে যাওয়া নিয়ে ‘বিভ্রান্তিকর’ তথ্য প্রচার করা হচ্ছে, যাকে ‘বেআইনি’ বলছে বিএসইসি।
নিয়ন্ত্রক সংস্থাটি বিনিয়োগকারিদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছে, শুধু নিবন্ধিত প্রতিষ্ঠান ও ব্যক্তি শেয়ার নিয়ে গবেষণা তথ্য প্রকাশ করতে পারে।
আইন অনুযায়ী, শুধু মার্চেন্ট ব্যাংকার, স্টক-ডিলার বা স্টক ব্রোকার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারস এবং স্বতন্ত্র গবেষণা ফার্ম, গবেষক ও বিশ্লেষক বিএসইসির নিবন্ধিত হয়ে গবেষণা তথ্য প্রকাশ করতে পারে।
তারাই পুঁজিবাজারের বিভিন্ন সিকিউরিটিজের মূল্য সম্পর্কে ‘মতামত/পরামর্শ’ দিতে পারে উল্লেখ করে বিএসইসি বলেছে, ‘‘উল্লিখিত গ্রুপ বা আইডি এ আইনে নিবন্ধিত নয়। এমতাবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বিনিয়োগ পরামর্শ গ্রহণের বিষয়ে সতর্ক থাকার জন্য সাধারণ বিনিয়োগকারীগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো।’’
এর আগে গত ২৬ অগাস্ট দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মিথ্যা ও বানোয়াট তথ্যে প্রলোভন দেখিয়ে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার একটি চক্রকে গোয়েন্দা সংস্থা শনাক্ত করেছে।
তখন ডিএসইর পক্ষ থেকে নাম প্রকাশ না করলেও সপ্তাহ দুয়েক পর ফেইসবুকের ১১টি পেইজ ও গ্রুপের নাম প্রকাশ করল বিএসইসি।
মোহাম্মদ আলিমুজ্জামান – বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম