০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
গ্রামবাসী-শিক্ষার্থী সংঘর্ষের পর ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

সংঘাতের পর রোববার ক্লাসে ফিরছে চবি

চট্টগ্রাম প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৫:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১ বার পড়া হয়েছে

 

গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘাতের এক সপ্তাহর মাথায় চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম ও পরিবহন স্বাভাবিক নিয়মে চলবে।

বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট সংলগ্ন এক ভবনের ভাড়াটিয়া এক ছাত্রীর সঙ্গে ভবনের নিরাপত্তারক্ষীর বিতণ্ডার জেরে শনিবার মধ্যরাতে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সূত্রপাত হয়। রাতে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ পরদিন রোববারও চলে দফায় দফায়।

তাতে শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য, উপউপাচার্যসহ দুই শতাধিক ব্যক্তি আহত হন। সংঘাতের মধ্যে রোববার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়।

উদ্ভূত পরিস্থিতিতে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা কার্যক্রম স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কোনো বিভাগ বা ইনস্টিটিউট শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করে পরীক্ষা নিতে পারবে বলে আরেক আদেশে জানানো হয়।

তবে থমথমে পরিস্থিতির কারণে বুধবার কয়েকটি বিভাগে ক্লাস কার্যক্রম অনুষ্ঠিত হলেও কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

 

 

চট্টগ্রাম প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

গ্রামবাসী-শিক্ষার্থী সংঘর্ষের পর ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

সংঘাতের পর রোববার ক্লাসে ফিরছে চবি

আপডেট সময় ০৫:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

 

গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘাতের এক সপ্তাহর মাথায় চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম ও পরিবহন স্বাভাবিক নিয়মে চলবে।

বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট সংলগ্ন এক ভবনের ভাড়াটিয়া এক ছাত্রীর সঙ্গে ভবনের নিরাপত্তারক্ষীর বিতণ্ডার জেরে শনিবার মধ্যরাতে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সূত্রপাত হয়। রাতে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ পরদিন রোববারও চলে দফায় দফায়।

তাতে শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য, উপউপাচার্যসহ দুই শতাধিক ব্যক্তি আহত হন। সংঘাতের মধ্যে রোববার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়।

উদ্ভূত পরিস্থিতিতে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা কার্যক্রম স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কোনো বিভাগ বা ইনস্টিটিউট শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করে পরীক্ষা নিতে পারবে বলে আরেক আদেশে জানানো হয়।

তবে থমথমে পরিস্থিতির কারণে বুধবার কয়েকটি বিভাগে ক্লাস কার্যক্রম অনুষ্ঠিত হলেও কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

 

 

চট্টগ্রাম প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম