০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
শিরোনাম
সংসদে কাজী ফিরোজ রশীদ ‘পাত্র হিসেবে সরকারি দলের কর্মীদের বাজার ভালো’

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৭:০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ১৩৩ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, পাকিস্তান আমলে রাজনীতি করলে তাদের সঙ্গে কেউ মেয়ে বিয়ে না দিলেও পাত্র হিসেবে এখন সরকারি দলের কর্মীদের বাজার ভালো।
রোববার (৯ এপ্রিল) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের ওপর বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। কাজী ফিরোজ রশীদ বলেন, রাজনীতি এখন জীবনকে রাতারাতি বদলে দেওয়ার একমাত্র পন্থা হয়েছে। এখন পাত্রীপক্ষ যদি শোনে যে, পাত্র সরকারি দল করে তাহলে বলে, আলহামদুলিল্লাহ। এর চেয়ে ভালো পাত্র আর হয় না।
তিনি বলেন, আগে রাজনীতি ছিল নেশা। নেশার বদলে রাজনীতি এখন পেশা হয়ে গেছে। আগে যারা রাজনীতি করতেন তারা জীবনকে বাজি রেখেই করতেন। এখন রাজনীতি আর নেশা নেই। এখন এটাই সবচেয়ে বড় পেশা হয়েছে।
ট্যাগস