গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্রের বিধান বহাল রাখা হয়েছে সংশোধিত নীতিমালায়।
সংসদ নির্বাচন: ভোটকক্ষে বাড়ছে ভোটার সংখ্যা

- আপডেট সময় ১২:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
ভোট কক্ষে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা ১০০ জন করে বাড়িয়ে জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা সংশোধন করা হয়েছে।
গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্রের বিধান বহাল রাখা হলেও নতুন নীতিমালায় পুরুষ ও নারী ভোটকক্ষের ক্ষেত্রে সংখ্যা বাড়ানো হয়েছে।
সংশোধিত নীতিমালার তথ্য বলছে, ৬০০ জন পুরুষ ভোটার এবং ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করতে হবে। আগে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্রে ৫০০ জন পুরুষ ভোটার ও ৪০০ জন নারী ভোটারের জন্য একটি করে কক্ষ নির্ধারণের বিধান ছিল।
‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ এ এমন সংশোধনী এনে তা সোমবার বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ শনিবার এক অনুষ্ঠানে বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে বুথের সংখ্যা পুনর্নির্ধারণ করার মাধ্যমে কমিশন ইতোমধ্যে প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয় করেছে। ভোটকক্ষ বা বুথ প্রতি ভোটার বাড়ানোর কারণে প্রায় ৪৯ হাজার বুথ কমানো সম্ভব হয়েছে। একই সঙ্গে প্রায় দেড় লাখ নির্বাচন কর্মকর্তার প্রয়োজনও কমেছে।
সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ১১ কোটি ৯১ লাখ ভোটারের বিপরীতে ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্র ছিল, যাতে ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজারেরও বেশি।
এখন দেশে ভোটার রয়েছে ১২ কোটি ৬৩ লাখেরও বেশি। ৩১ অক্টোবর নতুন আরও কিছু ভোটার যুক্ত হবে তালিকায়।
ইতোমধ্যে সম্ভাব্য ভোটকেন্দ্র ও ভোটকক্ষ সংক্রান্ত তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে ইসি। ১০ সেপ্টেম্বরের মধ্যে খসড়া ও মধ্য অক্টোবরে সম্ভাব্য তালিকা তৈরির পরিকল্পনা রয়েছে। ভোটের অন্তত ২৫ দিন আগে ইসি ভোটকেন্দ্রের গেজেট করবে।
সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম