১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
‘‘বেক্সিমকোর মালিকানায় কারা আছে, তাদের রাজনৈতিক পরিচয় কী, আমরা সেগুলো দেখছি না। আমরা শিল্প ও কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছি,’’ বলছেন সচিব সফিকুজ্জামান।

সচল হতে পারে বেক্সিমকো টেক্সটাইল, আগ্রহী জাপানি কোম্পানি

মইদুল হাসান - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৪:০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / ৬৪ বার পড়া হয়েছে

 

অর্থ সংকটে বন্ধ হয়ে যাওয়া বেক্সিমকো গ্রুপের ‘বেক্সিমকো টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ডিভিশন’ (বেক্সটেক্স) সচল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

সরকারের উদ্যোগে তৈরি পোশাক খাতের জাপানি কোম্পানি রিভাইভাল প্রজেক্ট লিমিটেড এটি লিজ নিয়ে সচল করতে রাজি হয়েছে। বেক্সিমকো গ্রুপও লিজ দিতে ‘কমফোর্ট লেটার‘ দিয়েছে।

এতে নতুন করে ২ কোটি ডলার বা স্থানীয় মুদ্রায় প্রায় ২৫০ কোটি টাকা বিনিয়োগ করবে রিভাইভাল প্রজেক্ট। কোম্পানিটির পোশাক খাতে বিনিয়োগের অভিজ্ঞতা রয়েছে।

চলতি অগাস্ট মাসেই এ বিষয়ে ঋণদাতা জনতা ব্যাংক, বেক্সটেক্স, রিভাইভাল প্রজেক্ট ও সরকারের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হতে পারে। সরকারের প্রস্তাবে প্রথমে রাজি না হলেও বর্তমানে বেক্সিমকো গ্রুপ সম্মত হয়েছে লিজ দিয়ে হলেও কারখানা সচল করতে।

কয়েকটি সভা শেষে বাংলাদেশ ব্যাংক, অর্থায়নকারি প্রতিষ্ঠান জনতা ব্যাংক ও সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা দিতে হোমওয়ার্ক করছে। বিষয়টি সরকারের পক্ষে সমন্বয় করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এজন্য বাংলাদেশ ব্যাংক, জনতা ব্যাংক, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সবশেষ সভা করেছে মন্ত্রণালয়। সেখানে বেক্সিমকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও. কে. (ওসমান কায়সার) চৌধুরী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমাদের মন্ত্রণলায় মূলত কো-অর্ডিনেশনের কাজটি করছে। আমরা গুরুত্ব দিচ্ছি কর্মসংস্থান ও ব্যাংক ঋণের দিকটি। প্রতিষ্ঠানটি সচল হলে কিছু কিছু করে হলেও ব্যাংকের টাকা শোধ দিতে পারবে, জানি তাতে অনেক সময় লাগবে।’’

পোশাক খাতের এ প্রতিষ্ঠানটিতে ১২ হাজারের মত শ্রমিক কাজ করছিল বন্ধ হওয়ার আগে। সেই কর্মসংস্থানের পুরোটা ফিরতে সময় লাগবে।

সফিকুজ্জামান বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘বেক্সিমকোর টেক্সটাইল ইউনিট রপ্তানিমুখী। তাদের মেশিন আছে, সেটাপ রেডি। আমরা কর্মসংস্থানকে গুরুত্ব দিচ্ছি। লিজ নিয়ে চালালেও কিছু লোকের কর্মসংস্থান তো হবে। এখন পক্ষগুলো (বেক্সিমকো, জনতা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ও রিভাইভাল প্রজেক্ট) চুক্তিতে পৌঁছাতে পারলে চালু হতে পারে প্রতিষ্ঠানটি।’’

 

 

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

‘‘বেক্সিমকোর মালিকানায় কারা আছে, তাদের রাজনৈতিক পরিচয় কী, আমরা সেগুলো দেখছি না। আমরা শিল্প ও কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছি,’’ বলছেন সচিব সফিকুজ্জামান।

সচল হতে পারে বেক্সিমকো টেক্সটাইল, আগ্রহী জাপানি কোম্পানি

আপডেট সময় ০৪:০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

 

অর্থ সংকটে বন্ধ হয়ে যাওয়া বেক্সিমকো গ্রুপের ‘বেক্সিমকো টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ডিভিশন’ (বেক্সটেক্স) সচল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

সরকারের উদ্যোগে তৈরি পোশাক খাতের জাপানি কোম্পানি রিভাইভাল প্রজেক্ট লিমিটেড এটি লিজ নিয়ে সচল করতে রাজি হয়েছে। বেক্সিমকো গ্রুপও লিজ দিতে ‘কমফোর্ট লেটার‘ দিয়েছে।

এতে নতুন করে ২ কোটি ডলার বা স্থানীয় মুদ্রায় প্রায় ২৫০ কোটি টাকা বিনিয়োগ করবে রিভাইভাল প্রজেক্ট। কোম্পানিটির পোশাক খাতে বিনিয়োগের অভিজ্ঞতা রয়েছে।

চলতি অগাস্ট মাসেই এ বিষয়ে ঋণদাতা জনতা ব্যাংক, বেক্সটেক্স, রিভাইভাল প্রজেক্ট ও সরকারের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হতে পারে। সরকারের প্রস্তাবে প্রথমে রাজি না হলেও বর্তমানে বেক্সিমকো গ্রুপ সম্মত হয়েছে লিজ দিয়ে হলেও কারখানা সচল করতে।

কয়েকটি সভা শেষে বাংলাদেশ ব্যাংক, অর্থায়নকারি প্রতিষ্ঠান জনতা ব্যাংক ও সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা দিতে হোমওয়ার্ক করছে। বিষয়টি সরকারের পক্ষে সমন্বয় করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এজন্য বাংলাদেশ ব্যাংক, জনতা ব্যাংক, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সবশেষ সভা করেছে মন্ত্রণালয়। সেখানে বেক্সিমকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও. কে. (ওসমান কায়সার) চৌধুরী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমাদের মন্ত্রণলায় মূলত কো-অর্ডিনেশনের কাজটি করছে। আমরা গুরুত্ব দিচ্ছি কর্মসংস্থান ও ব্যাংক ঋণের দিকটি। প্রতিষ্ঠানটি সচল হলে কিছু কিছু করে হলেও ব্যাংকের টাকা শোধ দিতে পারবে, জানি তাতে অনেক সময় লাগবে।’’

পোশাক খাতের এ প্রতিষ্ঠানটিতে ১২ হাজারের মত শ্রমিক কাজ করছিল বন্ধ হওয়ার আগে। সেই কর্মসংস্থানের পুরোটা ফিরতে সময় লাগবে।

সফিকুজ্জামান বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘বেক্সিমকোর টেক্সটাইল ইউনিট রপ্তানিমুখী। তাদের মেশিন আছে, সেটাপ রেডি। আমরা কর্মসংস্থানকে গুরুত্ব দিচ্ছি। লিজ নিয়ে চালালেও কিছু লোকের কর্মসংস্থান তো হবে। এখন পক্ষগুলো (বেক্সিমকো, জনতা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ও রিভাইভাল প্রজেক্ট) চুক্তিতে পৌঁছাতে পারলে চালু হতে পারে প্রতিষ্ঠানটি।’’

 

 

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম