সিলেটের এমসি কলেজ ছাত্রদলের সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সবাই ‘গুপ্ত সংগঠনের’ বিরুদ্ধে অবস্থান নিয়েছে: ছাত্রদল সভাপতি

- আপডেট সময় ০৪:৫৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে

একাত্তরের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের রাজনীতিতে যারা বিশ্বাসী, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
কাত্তরের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের রাজনীতিতে যারা বিশ্বাসী, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সোমবার দুপুরে সিলেটের মুরারীচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ছাত্রদল সভাপতি বলেন, “যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে এবং আপনি কখনও অস্বীকার করতে পারবেন না ১৯৭১ সালে এ দেশে গণহত্যা হয়েছে। এটি কোনোভাবেই আপনি ব্যাখা করতে পারবেন না… অবশ্যই এদেশে গণহত্যা হয়েছে। এই গণহত্যার সঙ্গে যারা সম্পৃক্ত এবং এখন যারা বিশ্বাস করে যে, ১৯৭১ সালে কোনো গণহত্যা ঘটেনি।
“এবং সেসময়ে যারা চিহ্নিত রাজাকার, হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত ছিল- তাদেরকে ধারণ করে যারা রাজনীতি করে। স্বাভাবিকভাবেই ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব তার বিরুদ্ধে অবস্থান নেওয়া। সব ছাত্র সংগঠন এই গুপ্ত সংগঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”
রাকিবুল ইসলাম বলেন, “অতীতে ছাত্ররাজনীতির কার্যক্রম বিশেষত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখনো আতঙ্কিত। তারা এখনো ট্রমার মধ্যে রয়েছে।”
তিনি বলেন, “তাই অনেক সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্ররাজনীতি নিয়ে এক ধরনের অনীহা আছে। কিন্তু ছাত্রদল ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছে বলেও এ সময় মন্তব্য করেন ছাত্রদলের সভাপতি।
২১ বছর পর সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি ছিলেন রাকিবুল ইসলাম রাকিব।
দুপুরে উদ্বোধনের পর কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় সম্মেলন। এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এতে ছাত্রদলের কেন্দ্রীয় ও সিলেটের নেতারা উপস্থিত রয়েছেন।