০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
কোন কোন দেশের সঙ্গে চুক্তি প্রায় চুড়ান্ত হয়েছে তা জানাননি মার্কিন অর্থমন্ত্রী। যেসব দেশ এখনও চুক্তি করতে পারেনি তাদেরকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সময়সীমার আগে কিছু বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত, ১০০ দেশে যাচ্ছে ট্রাম্পের সতর্কীকরণ চিঠি

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:৪২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

ছবি : রয়টার্স

 

হাতে আর মাত্র দু’দিন। বুধবারই (৯ জুলাই) শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কারোপে স্থগিতাদেশের মেয়াদ। এই সময়সীমা শেষের আগে যুক্তরাষ্ট্র কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে ফেলেছে প্রায়।

আগামী বুধবারের মধ্যেই বাণিজ্য নিয়ে বেশ কিছু বড় ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রোববার ৬ জুলাই  এমন কথাই বলেছেন। তবে সময়সীমার মধ্যে চুক্তি করতে পারেনি -এমন প্রায় ১০০ দেশকে সতর্ক করে দিয়ে আগামী দিনগুলোতে চিঠি পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

এই চিঠিতে নোটিশ দিয়ে বলা হবে, দেশগুলো বাণিজ্যচুক্তির পথে না এগুলে আগামী ১ অগাস্ট থেকে তাদের পণ্যের উপর উচ্চ হারে শুল্ক (২ এপ্রিলের ঘোষণা অনুযায়ী) চাপানো হবে। এই সতর্কীকরণ চিঠি পাঠানো হলে দ্রুতই আরওকিছু বাণিজ্য চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বেসেন্ট।

গত ২ এপ্রিলে যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপর উচ্চহারে শুল্ক আরোপের নতুন নীতি নিয়েছিলেন ট্রাম্প। পরে ওই শুল্ক কার্যকর হওয়ার আগেই তা ৯০ দিনের জন্য স্থগিত করেন তিনি। তখন ট্রাম্প বলেছিলেন, এই ৯০ দিনে তিনি দেশগুলোর সঙ্গে ৯০ টি বাণিজ্য চুক্তি করতে চান।

এই সময় পর্যন্তই দেশগুলোকে উচ্চহারের শুল্কারোপ থেকে রেহাই দিয়েছিলেন তিনি। সেই সময়ই ৯ জুলাইয়ে শেষ হতে চলেছে। তার আগে গত তিন মাসে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের।

চীন, যুক্তরাজ্য এবং ভিয়েতনামের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়ে গেছে। আরও কিছু দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী বেসেন্ট জানিয়েছেন। যদিও দেশগুলোর নাম জানাননি তিনি।

তবে প্রেসিডেন্ট ট্রাম্পকে বারবারই বলতে শোনা গেছে ভারতের সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তিতে পৌঁছে যাওয়ার আশাও তিনি প্রকাশ করেছেন। জাপানের সঙ্গে আলোচনা চলার কথা জানিয়েছেন তিনি। তবে চুক্তি হবে কিনা তা নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন।

দক্ষিণ কোরিয়ার সঙ্গেও আলোচনা চলছে। থাইল্যান্ডসহ আরও কিছু দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে বোঝাপড়া চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে অর্থমন্ত্রী বেসেন্টের সতর্কীকরণ চিঠি পাঠানোর বার্তা এল।

তিনি জানিয়েছেন, ছোট ছোট কিছু দেশ, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব বেশি বাণিজ্যিক সম্পর্ক নেই, তাদেরকেই এই চিঠি পাঠানো হবে।

গত এপ্রিলে ট্রাম্প বিশ্বের দেশগুলোর ওপর চড়া শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার সময় প্রাথমিকভাবে ধার্য ন্যূনতম ১০ শতাংশ শুল্ক বহাল রেখেছিলেন। তবে সময়সীমার মধ্যে বাণিজ্যচুক্তি চূড়ান্ত না হলে আবার দেশগুলোর উপর আগের মতো চড়া শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র।

সময়সীমা যে আর বাড়ানোর ইচ্ছা নেই, তা ইতিমধ্যেই স্পষ্ট করেছে ট্রাম্প প্রশাসন। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার জন্য ১ অগাস্ট নতুন সময়সীমা নয়। আমরা শুল্ক কার্যকরের সময়টাই কেবল বলতে চাইছি।

দেশগুলো দ্রুত পদক্ষেপ নিয়ে কিছু করতে চাইলে করতে পারে, অথবা শুল্কের পুরোনো হারে ফিরতে চাইলেও ফিরতে পারে, সেটি তাদের বিষয়।

ট্রাম্প জানিয়েছেন, তিনি এরই মধ্যে ১২টি দেশের জন্য শুল্ক সংক্রান্ত চিঠি সই করেছেন। সোমবারই চিঠিগুলো পাঠানো হবে। সেইসব চিঠিতে জানানো হয়েছে, কোন দেশের জন্য কত পরিমাণ আমদানি শুল্ক ধার্য করেছে ট্রাম্প প্রশাসন।

অনেকের মতে, প্রথমে দেশে দেশে যে পরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, বর্তমানে সেই পরিমাণ না-ও থাকতে পারে। আবার বাড়তেও পারে শুল্কের পরিমাণ।

সূত্র : বার্তা সংস্থা রয়টার্স 

 

 

আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

 

নিউজটি শেয়ার করুন

কোন কোন দেশের সঙ্গে চুক্তি প্রায় চুড়ান্ত হয়েছে তা জানাননি মার্কিন অর্থমন্ত্রী। যেসব দেশ এখনও চুক্তি করতে পারেনি তাদেরকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সময়সীমার আগে কিছু বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত, ১০০ দেশে যাচ্ছে ট্রাম্পের সতর্কীকরণ চিঠি

আপডেট সময় ০১:৪২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

 

হাতে আর মাত্র দু’দিন। বুধবারই (৯ জুলাই) শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কারোপে স্থগিতাদেশের মেয়াদ। এই সময়সীমা শেষের আগে যুক্তরাষ্ট্র কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে ফেলেছে প্রায়।

আগামী বুধবারের মধ্যেই বাণিজ্য নিয়ে বেশ কিছু বড় ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রোববার ৬ জুলাই  এমন কথাই বলেছেন। তবে সময়সীমার মধ্যে চুক্তি করতে পারেনি -এমন প্রায় ১০০ দেশকে সতর্ক করে দিয়ে আগামী দিনগুলোতে চিঠি পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

এই চিঠিতে নোটিশ দিয়ে বলা হবে, দেশগুলো বাণিজ্যচুক্তির পথে না এগুলে আগামী ১ অগাস্ট থেকে তাদের পণ্যের উপর উচ্চ হারে শুল্ক (২ এপ্রিলের ঘোষণা অনুযায়ী) চাপানো হবে। এই সতর্কীকরণ চিঠি পাঠানো হলে দ্রুতই আরওকিছু বাণিজ্য চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বেসেন্ট।

গত ২ এপ্রিলে যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপর উচ্চহারে শুল্ক আরোপের নতুন নীতি নিয়েছিলেন ট্রাম্প। পরে ওই শুল্ক কার্যকর হওয়ার আগেই তা ৯০ দিনের জন্য স্থগিত করেন তিনি। তখন ট্রাম্প বলেছিলেন, এই ৯০ দিনে তিনি দেশগুলোর সঙ্গে ৯০ টি বাণিজ্য চুক্তি করতে চান।

এই সময় পর্যন্তই দেশগুলোকে উচ্চহারের শুল্কারোপ থেকে রেহাই দিয়েছিলেন তিনি। সেই সময়ই ৯ জুলাইয়ে শেষ হতে চলেছে। তার আগে গত তিন মাসে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের।

চীন, যুক্তরাজ্য এবং ভিয়েতনামের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়ে গেছে। আরও কিছু দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী বেসেন্ট জানিয়েছেন। যদিও দেশগুলোর নাম জানাননি তিনি।

তবে প্রেসিডেন্ট ট্রাম্পকে বারবারই বলতে শোনা গেছে ভারতের সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তিতে পৌঁছে যাওয়ার আশাও তিনি প্রকাশ করেছেন। জাপানের সঙ্গে আলোচনা চলার কথা জানিয়েছেন তিনি। তবে চুক্তি হবে কিনা তা নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন।

দক্ষিণ কোরিয়ার সঙ্গেও আলোচনা চলছে। থাইল্যান্ডসহ আরও কিছু দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে বোঝাপড়া চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে অর্থমন্ত্রী বেসেন্টের সতর্কীকরণ চিঠি পাঠানোর বার্তা এল।

তিনি জানিয়েছেন, ছোট ছোট কিছু দেশ, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব বেশি বাণিজ্যিক সম্পর্ক নেই, তাদেরকেই এই চিঠি পাঠানো হবে।

গত এপ্রিলে ট্রাম্প বিশ্বের দেশগুলোর ওপর চড়া শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার সময় প্রাথমিকভাবে ধার্য ন্যূনতম ১০ শতাংশ শুল্ক বহাল রেখেছিলেন। তবে সময়সীমার মধ্যে বাণিজ্যচুক্তি চূড়ান্ত না হলে আবার দেশগুলোর উপর আগের মতো চড়া শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র।

সময়সীমা যে আর বাড়ানোর ইচ্ছা নেই, তা ইতিমধ্যেই স্পষ্ট করেছে ট্রাম্প প্রশাসন। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার জন্য ১ অগাস্ট নতুন সময়সীমা নয়। আমরা শুল্ক কার্যকরের সময়টাই কেবল বলতে চাইছি।

দেশগুলো দ্রুত পদক্ষেপ নিয়ে কিছু করতে চাইলে করতে পারে, অথবা শুল্কের পুরোনো হারে ফিরতে চাইলেও ফিরতে পারে, সেটি তাদের বিষয়।

ট্রাম্প জানিয়েছেন, তিনি এরই মধ্যে ১২টি দেশের জন্য শুল্ক সংক্রান্ত চিঠি সই করেছেন। সোমবারই চিঠিগুলো পাঠানো হবে। সেইসব চিঠিতে জানানো হয়েছে, কোন দেশের জন্য কত পরিমাণ আমদানি শুল্ক ধার্য করেছে ট্রাম্প প্রশাসন।

অনেকের মতে, প্রথমে দেশে দেশে যে পরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, বর্তমানে সেই পরিমাণ না-ও থাকতে পারে। আবার বাড়তেও পারে শুল্কের পরিমাণ।

সূত্র : বার্তা সংস্থা রয়টার্স 

 

 

আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম