‘‘জনগণ সংস্কারের বিষয়ে জানতে চাইছে। কিন্তু সংস্কার কী হবে, সেটা এখন পর্যন্ত পরিষ্কার হয়নি,” বলেন এ অর্থনীতিবিদ।
সরকারের ৬ মাসও সময় নেই, কী সংস্কার হবে জানি না: অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

- আপডেট সময় ০৪:২২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের বাকি সময়ে রাষ্ট্র সংস্কারের কার্যক্রম কতটুকু বাস্তবায়ন হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান।
অন্তর্বর্তী সরকারের বাকি সময়ে রাষ্ট্র সংস্কারের কার্যক্রম কতটুকু বাস্তবায়ন হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান।
সোমবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছরেও দেশে সংস্কারের গ্রহণযোগ্য কোনো পদ্ধতি তৈরি হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাসও বাকি নেই; সংস্কার কীভাবে বাস্তবায়ন হবে; কী কী সংস্কার হবে, সেটা এখনও আমরা জানি না।’’
গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ নামের একটি সংগঠন এ সভা আয়োজন করে।
রেহমান সোবহান বলেন, ‘‘ছয় মাসও একটা বড় সময় সরকারের কাছে সংস্কার বাস্তবায়ন করার জন্য। সেক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় রাখা সংস্কারগুলো সামনে আনার সময় এখনই। সরকারের বলা উচিত, কোন কোন সংস্কার তারা করতে চাইছে।”
সংস্কার শুধু ‘স্বেচ্ছাসেবী’ কাজ না মন্তব্য করে তিনি বলেন, “যদি সংস্কারের কাজটি না হয়, তাহলে আগামী নির্বাচন ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। অনেক রাজনৈতিক দল সংস্কার ছাড়া নির্বাচনে যেতে চাচ্ছে না।
‘‘জনগণ সংস্কারের বিষয়ে জানতে চাইছে। কিন্তু কী সংস্কার হবে, এটা এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। শত শত সুপারিশ এসেছে, তার মধ্যে তো কিছু সংক্ষিপ্ত তালিকা করা হবে দ্রুত বাস্তবায়নের জন্য। কী হলো, আমরা তা জানি না।’’
সুশীল সমাজের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রেহমান সোবহান বলেন, ‘‘এই সুশীল সমাজ যদি শুধু সেমিনার আয়োজন ছেড়ে আরেকটু এগিয়ে আসে, তাহলে তা মানুষের জন্য বেশি কাজে লাগবে।’’
সংস্কারের বিষয়গুলা তো আমাদের বুঝতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘‘প্রফেসর ইউনূস গতকালও বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমাদের তার কথা গুরুত্ব সহকারে নিতে হবে। তিনি গুরুত্ব দিচ্ছেন নির্বাচনে। ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে চাচ্ছেন।’’
সভায় সঞ্চালনা করেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান।
সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম