“এই সরকার আইনের শাসনের পরিবর্তে মবের শাসন প্রতিষ্ঠা করেছে,” বলেন তিনি।
সরকার দেশে ‘গৃহযুদ্ধের পরিস্থিতি’ সৃষ্টি করেছে: জাপা মহাসচিব

- আপডেট সময় ১২:০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকার দেশে একটি ‘গৃহযুদ্ধের পরিস্থিতি’ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
শনিবার দুপুরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের এক সমাবেশে তিনি বলেন, “ভেবেছিলাম মানুষ চাকরি পাবে, দেখছি বেকারের সংখ্যা বেড়েছে।
“আমরা চেয়েছিলাম, এই সরকার জাতিকে ঐক্যবদ্ধ করবে কিন্তু, আমরা দেখছি এই সরকার জাতিকে বিভক্ত করেছে। দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে এই সরকার।”
গ্রেপ্তার জাতীয় পার্টির নেতাদের মুক্তি, দলের চেয়ারম্যানসহ নেতাদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, দেশের আইন শৃঙ্খলার উন্নতি ও ‘মব’ সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করে দলটি।
সমাবেশের আগে বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়ে। তা সত্বেও মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা নাইটিঙ্গল মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে। সেখানেই সমাবেশ করে দলটি।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, “আমাদের সংগ্রাম অন্তর্ভূক্তিমূলক রাজনীতি ও নির্বাচনের সংগ্রাম। গতকাল বগুড়ায় আমাদের অফিসে হামলা হয়েছে। এছাড়া যেসব স্থানে আমাদের অফিসে হামলা এবং নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে আমরা এর বিরুদ্ধে মামলা করেছিলাম।

“আমাদের দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের অফিসগুলোতে যেভাবে আগুন দেওয়া হয়েছে তাতে প্রমাণ হয়, দেশে কোনো সরকার নেই। রাষ্ট্রে চিড় ধরেছে, আমরা এই রাষ্ট্র মেরামত করতে চাই।”
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছিল জাতীয় পার্টি, এমন দাবি করে দলের মহাসচিব বলেন, “অন্তর্ভূক্তিমূলক নির্বাচনের দাবিতে আমরা নির্বাচন বর্জন করেছিলাম। আমাদের পার্টি চেয়ারম্যান জিএম কাদের এর নেতৃত্বে ২৭০ জন প্রার্থী নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছিলেন।”
“এখনো আমরা অন্তর্ভূক্তিমূলক নির্বাচন চাই, যাতে দেশ ও গণতন্ত্র বাঁচতে পারে।”
আঘাত এলেও পিছপা হবেন না বলে দৃঢ়তা ব্যক্ত করে তিনি বলেন, “জনগণের আকাঙ্খা পূরণের রাজনীতি করতে যদি জেলে যেতে হয় আমরা জেলে যাব।”
অধিকার ও মানবাধিকার আদায় করতে প্রয়োজনে আইন অমান্য করার ঘোষণা দিয়ে শামীম হায়দার বলেন, “দুঃখের বিষয় হচ্ছে আমাদের চেয়ারম্যান জিএম কাদের বিগত সরকারের আমলেও যখন গণমানুষের পক্ষে কথা বলেছেন তখন আইন দিয়ে তার কন্ঠরোধের অপচেষ্টা চলেছে। এখনো আইন দিয়ে জিএম কাদেরের কন্ঠরোধের অপচেষ্টা চলছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
দেশজুড় অশান্তি চলছে অভিযোগ করে তিনি বলেন, “এই সরকার আইনের শাসনের পরিবর্তে মবের শাসন প্রতিষ্ঠা করেছে।”
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, মীর আব্দুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন, মহসিন ইসলাম হাবুল, যুগ্ম মহাসচিব সামছুল হক।
মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম