১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
“আমাদের কথা, আমাদের অধিকার: আমরা বাংলাদেশী, আমরা ‘আদিবাসী’, আমাদের স্বীকৃতি চাই।”

সাংবিধানিক স্বীকৃতির দাবি ময়মনসিংহের সমতলের আদিবাসীদের

ময়মনসিংহ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৪:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / ৬২ বার পড়া হয়েছে

 

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিতের দাবি জানিয়েছে ময়মনসিংহে সমতলের আদিবাসীদের সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

এ দাবিসহ ১১ দফা দাবিতে শুক্রবার বেলা ১২টায় ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মহাসচিব (একাংশ) বিপুল হাজং।

তিনি বলেন, “আমরা রাষ্ট্র, রাজনৈতিক দলসমূহ, নাগরিক সমাজ, গণমাধ্যম ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই আসুন, ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভূখণ্ডে বসবাসকারী ‘আদিবাসী’ জনগণকে সম্মান ও মর্যাদার সাথে রাষ্ট্রীয় স্বীকৃতির ছায়ায় আনি।”

তিনি আরও বলেন, “আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিন। ভূমি, ভাষা ও সাংস্কৃতিক অধিকারের নিশ্চয়তা দিন, জাতীয় ঐক্যের অংশ হিসেবে বহুত্ববাদকে মর্যাদা দিন।

“আমাদের কথা, আমাদের অধিকার: আমরা বাংলাদেশী, আমরা ‘আদিবাসী’, আমাদের স্বীকৃতি চাই।”

তিনি আরও বলেন, আইএলও কনভেনশনে দুটি শব্দ রয়েছে ‘ইন্ডিজিনাস’ ও ‘ট্রাইবাল’। পরবর্তীতে প্রথমটির ব্যবহার বেশি হয়ে দ্বিতীয়টির ব্যবহার কমে গিয়েছে সেজন্য সরকারি, বেসরকারি কাগজপত্রে ও সংবাদপত্রে সহজতর শব্দ ব্যবহার করার জন্য ‘আদিবাসী’ অথবা ‘জনজাতি’ শব্দ ব্যবহার করার অনুরোধ জানাচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সুবাস চন্দ্র বর্মন, কোষাধ্যক্ষ অখিল চন্দ্র বর্মন, তথ্য ও গবেষণা সম্পাদক প্রশান্ত কুমার সিংহ, সংগঠনের ফুলবাড়িয়ার চেয়ারম্যান নিখিল চন্দ্র বিশ্বাস, ভালুকার চেয়ারম্যান বরনী কান্ত কোচ প্রমুখ।

 

 

 

ময়মনসিংহ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

“আমাদের কথা, আমাদের অধিকার: আমরা বাংলাদেশী, আমরা ‘আদিবাসী’, আমাদের স্বীকৃতি চাই।”

সাংবিধানিক স্বীকৃতির দাবি ময়মনসিংহের সমতলের আদিবাসীদের

আপডেট সময় ০৪:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

 

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিতের দাবি জানিয়েছে ময়মনসিংহে সমতলের আদিবাসীদের সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

এ দাবিসহ ১১ দফা দাবিতে শুক্রবার বেলা ১২টায় ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মহাসচিব (একাংশ) বিপুল হাজং।

তিনি বলেন, “আমরা রাষ্ট্র, রাজনৈতিক দলসমূহ, নাগরিক সমাজ, গণমাধ্যম ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই আসুন, ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভূখণ্ডে বসবাসকারী ‘আদিবাসী’ জনগণকে সম্মান ও মর্যাদার সাথে রাষ্ট্রীয় স্বীকৃতির ছায়ায় আনি।”

তিনি আরও বলেন, “আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিন। ভূমি, ভাষা ও সাংস্কৃতিক অধিকারের নিশ্চয়তা দিন, জাতীয় ঐক্যের অংশ হিসেবে বহুত্ববাদকে মর্যাদা দিন।

“আমাদের কথা, আমাদের অধিকার: আমরা বাংলাদেশী, আমরা ‘আদিবাসী’, আমাদের স্বীকৃতি চাই।”

তিনি আরও বলেন, আইএলও কনভেনশনে দুটি শব্দ রয়েছে ‘ইন্ডিজিনাস’ ও ‘ট্রাইবাল’। পরবর্তীতে প্রথমটির ব্যবহার বেশি হয়ে দ্বিতীয়টির ব্যবহার কমে গিয়েছে সেজন্য সরকারি, বেসরকারি কাগজপত্রে ও সংবাদপত্রে সহজতর শব্দ ব্যবহার করার জন্য ‘আদিবাসী’ অথবা ‘জনজাতি’ শব্দ ব্যবহার করার অনুরোধ জানাচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সুবাস চন্দ্র বর্মন, কোষাধ্যক্ষ অখিল চন্দ্র বর্মন, তথ্য ও গবেষণা সম্পাদক প্রশান্ত কুমার সিংহ, সংগঠনের ফুলবাড়িয়ার চেয়ারম্যান নিখিল চন্দ্র বিশ্বাস, ভালুকার চেয়ারম্যান বরনী কান্ত কোচ প্রমুখ।

 

 

 

ময়মনসিংহ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম