০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

সাকিবকে দেখেই অনুপ্রাণিত মিরাজরা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:১৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • / ১২০ বার পড়া হয়েছে

সাকিব আল হাসান, বিশ্ব ক্রিকেটে সেরাদের এক নাম। আর সাকিবকেই টাইগারদের প্রাণভোমরা বলা হয়ে থাকে। লাল-সবুজের জার্সিতে এখন পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছেন পুরো ক্রিকেট দুনিয়া। আর দেশের ক্রিকেটাঙ্গনে কান পাতলেই শোনা যায় সাকিব বন্দনা।

বিশ্বসেরা এই অলরাউন্ডারকে নিয়েই এবার আশার কথা শুনালেন দেশসেরা আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার দাবি, সাকিবকে দেখেই দলের অন্যরা অনুপ্রেরণা খুঁজে পান। বুধবার (১৫ মার্চ) ঢাকায় একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে সাকিবের প্রশংসা আর রোমাঞ্চের গল্প শোনান টাইগারদের এই ক্রিকেটার।

তার (মিরাজ) ভাষ্য, দলে অলরাউন্ডার যত বেশি থাকে, দলের পজিশন তত ভালো থাকে। দলের কম্বিনেশন অনেক ভালো হয়। মিরাজ জানালেন, সাকিব ভাই তো আমরা জানি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এখন, সবসময়ই ছিলেন। তাকে দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি। যখন চোখের সামনে বিশ্ব মানের খেলোয়াড় দেখি, তখন আমাদের ভেতরও চাহিদাটা থাকে যে আমরা একদিন তার মতোই হবো।

ঘরের মাঠে সদ্য সপ্তাহ সিরিজ নিয়েও আলোকপাত করলেন মিরাজ। তার মতে, দলের ভেতর যদি উইনিং খেলোয়াড় একজন থাকে, আমরা বিশ্বাস করি ও-ই জেতাতে পারে, আর কেউ পারে না, হয়তো একদিন জেতাতে পারবে কিন্তু দিনের পর দিন পারবে না।মিরাজ বলেন, আমাদের দলের ভেতর এখন যে কেউ, যেকোনো দিন জেতাতে পারে। অবশ্যই নিজের কাছে ভালো লাগছে যেহেতু নিজের ব্যাটিং ভালো হয়েছে, চেষ্টা করবো ব্যাটিং-বোলিং দুটাতেই অবদান রাখার।

তিনি আরও যোগ করেন, আমরা ফল নিয়ে চিন্তা করিনি প্রথম যখন খেলেছি। আমরা চেষ্টা করেছি, প্রসেসে কীভাবে উন্নতি করা যায়। রেজাল্ট এটা আউটকাম, দিনশেষে হবে। কিন্তু আমরা যদি প্রসেস অনুসরণ না করি, রেজাল্ট কখনও আসবে না।টাইগারদের এই পোস্টারবয়ের দাবি, আমরা মাঠে ওভাবে চেষ্টা করেছি। ব্যাটাররা রান করার জন্য, বোলাররা ভালো বোলিং করার জন্য, ফিল্ডাররা সাহায্য করার জন্য। ওভারঅল টিম কম্বিনেশন ভালো ছিল, সবাই ভালো ক্রিকেট খেলেছে বলেই জিতেছি।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সাকিবকে দেখেই অনুপ্রাণিত মিরাজরা

আপডেট সময় ০৯:১৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

সাকিব আল হাসান, বিশ্ব ক্রিকেটে সেরাদের এক নাম। আর সাকিবকেই টাইগারদের প্রাণভোমরা বলা হয়ে থাকে। লাল-সবুজের জার্সিতে এখন পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছেন পুরো ক্রিকেট দুনিয়া। আর দেশের ক্রিকেটাঙ্গনে কান পাতলেই শোনা যায় সাকিব বন্দনা।

বিশ্বসেরা এই অলরাউন্ডারকে নিয়েই এবার আশার কথা শুনালেন দেশসেরা আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার দাবি, সাকিবকে দেখেই দলের অন্যরা অনুপ্রেরণা খুঁজে পান। বুধবার (১৫ মার্চ) ঢাকায় একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে সাকিবের প্রশংসা আর রোমাঞ্চের গল্প শোনান টাইগারদের এই ক্রিকেটার।

তার (মিরাজ) ভাষ্য, দলে অলরাউন্ডার যত বেশি থাকে, দলের পজিশন তত ভালো থাকে। দলের কম্বিনেশন অনেক ভালো হয়। মিরাজ জানালেন, সাকিব ভাই তো আমরা জানি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এখন, সবসময়ই ছিলেন। তাকে দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি। যখন চোখের সামনে বিশ্ব মানের খেলোয়াড় দেখি, তখন আমাদের ভেতরও চাহিদাটা থাকে যে আমরা একদিন তার মতোই হবো।

ঘরের মাঠে সদ্য সপ্তাহ সিরিজ নিয়েও আলোকপাত করলেন মিরাজ। তার মতে, দলের ভেতর যদি উইনিং খেলোয়াড় একজন থাকে, আমরা বিশ্বাস করি ও-ই জেতাতে পারে, আর কেউ পারে না, হয়তো একদিন জেতাতে পারবে কিন্তু দিনের পর দিন পারবে না।মিরাজ বলেন, আমাদের দলের ভেতর এখন যে কেউ, যেকোনো দিন জেতাতে পারে। অবশ্যই নিজের কাছে ভালো লাগছে যেহেতু নিজের ব্যাটিং ভালো হয়েছে, চেষ্টা করবো ব্যাটিং-বোলিং দুটাতেই অবদান রাখার।

তিনি আরও যোগ করেন, আমরা ফল নিয়ে চিন্তা করিনি প্রথম যখন খেলেছি। আমরা চেষ্টা করেছি, প্রসেসে কীভাবে উন্নতি করা যায়। রেজাল্ট এটা আউটকাম, দিনশেষে হবে। কিন্তু আমরা যদি প্রসেস অনুসরণ না করি, রেজাল্ট কখনও আসবে না।টাইগারদের এই পোস্টারবয়ের দাবি, আমরা মাঠে ওভাবে চেষ্টা করেছি। ব্যাটাররা রান করার জন্য, বোলাররা ভালো বোলিং করার জন্য, ফিল্ডাররা সাহায্য করার জন্য। ওভারঅল টিম কম্বিনেশন ভালো ছিল, সবাই ভালো ক্রিকেট খেলেছে বলেই জিতেছি।