০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

সাক্ষাৎ শেষে খালেদা জিয়ার বিষয়ে যা জানালেন ফখরুল

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১১:১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
  • / ৭৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ কয়েকজন নেতা।

শনিবার (২২ এপ্রিল) রাতে দলের জ্যেষ্ঠ নেতারা গুলশানে খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বেরিয়ে এসে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া এখনও অসুস্থ, চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক মনিটরিং করছে।

তিনি বলেন, সৌজন্য সাক্ষাতে বেগম জিয়া আমাদের কুশল জানতে চেয়েছেন। সেই সঙ্গে দলের যারা কারাগারে আছেন তাদের সম্পর্কে জানতে চেয়েছেন। তাদের কষ্টের কথা তিনি জানেন। মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে দেশনেত্রী অবগত রয়েছেন। দেশে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তিনি সেটিও জানেন। একই সঙ্গে আবহাওয়ার পরিবর্তন, প্রচণ্ড গরমসহ বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের সময় দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সাক্ষাৎ শেষে খালেদা জিয়ার বিষয়ে যা জানালেন ফখরুল

আপডেট সময় ১১:১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ কয়েকজন নেতা।

শনিবার (২২ এপ্রিল) রাতে দলের জ্যেষ্ঠ নেতারা গুলশানে খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বেরিয়ে এসে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া এখনও অসুস্থ, চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক মনিটরিং করছে।

তিনি বলেন, সৌজন্য সাক্ষাতে বেগম জিয়া আমাদের কুশল জানতে চেয়েছেন। সেই সঙ্গে দলের যারা কারাগারে আছেন তাদের সম্পর্কে জানতে চেয়েছেন। তাদের কষ্টের কথা তিনি জানেন। মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে দেশনেত্রী অবগত রয়েছেন। দেশে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তিনি সেটিও জানেন। একই সঙ্গে আবহাওয়ার পরিবর্তন, প্রচণ্ড গরমসহ বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের সময় দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন।