ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ডিবি পুলিশ তুহিনকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে।
সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার
- আপডেট সময় ০১:২৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ১১২ বার পড়া হয়েছে
দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার (২২) জুন রাতে ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ি থকে থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া।
তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদকে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।
সাবিনা আক্তার তুহিন সংরক্ষিত নারী আসন-৩৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ২০১৪ সালের মার্চে শপথ নেন।

একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েও পাননি যুব মহিলা লীগের এই নেত্রী। পরে সংরক্ষিত আসনে এমপি হওয়ার আশা পূরণ না হওয়ায় ‘অভিমানে’ রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।
সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন তুহিন। পরে ঢাকা-১৪ আসনে যুবলীগ নেতা মাইনুল হোসেন খান নিখিলের প্রতিদ্বন্দ্বী হয়ে স্বতন্ত্র প্রার্থী হন তিনি। তবে নির্বাচনে জয়ী হয়ে নিখিই সংসদে যান।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে লোকচক্ষুর আড়ালে ছিলেন সাবিনা আক্তার তুহিন। রোববার রাতে গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করল ডিবি।
ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ডিবি পুলিশ তুহিনকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে। তুহিনকে তারা ঘিরে রাখে এবং গ্রেপ্তার না করার অনুরোধ জানায়। পরে তুহিনই সবাইকে বাধা না দিয়ে সরে যেতে অনুরোধ করেন।
নিজস্ব প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম











