০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন আর নেই

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৮:৪০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • / ১১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন (৭২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

শুক্রবার (২ জুন) বিকেল ৪টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ভাই এরশাদ আমীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার সূত্র জানা গেছে, ২০২০ সালের জানুয়ারিতে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে।

প্রথমে তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়েছেন। এরপর দেশে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন।উল্লেখ্য, চট্টগ্রাম-১০ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে মোট তিনবার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. আফছারুল আমীন।

তিনি সরকারের নৌপরিবহন ও পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন আর নেই

আপডেট সময় ০৮:৪০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন (৭২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

শুক্রবার (২ জুন) বিকেল ৪টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ভাই এরশাদ আমীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার সূত্র জানা গেছে, ২০২০ সালের জানুয়ারিতে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে।

প্রথমে তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়েছেন। এরপর দেশে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন।উল্লেখ্য, চট্টগ্রাম-১০ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে মোট তিনবার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. আফছারুল আমীন।

তিনি সরকারের নৌপরিবহন ও পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।