জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে আব্দুল্লা সিদ্দিক নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় তাকে গ্রেপ্তার করেছে সিআডি।
সাবেক মেয়র তাপসের সহযোগী টুটু ২ দিনের রিমান্ডে

- আপডেট সময় ০৮:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে

সরকার পতনের গণআন্দোলনে হত্যার মামলায় ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সহযোগী মোস্তাফিজুর রহমান টুটুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
সরকার পতনের গণআন্দোলনে হত্যার মামলায় ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সহযোগী মোস্তাফিজুর রহমান টুটুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম আব্দুল ওয়াহাব মঙ্গলবার তার দুই দিনের রিমান্ড আদেশ দেন।
ধানমন্ডি থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই আবুল বাশার বলেন, তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক ফজলুল হক খান সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।
আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন, অর্থাৎ ২০২৪ সালের ৪ অগাস্ট ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে আহত হন আব্দুল্লা সিদ্দিক নামে এক ব্যক্তি। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় সরকার পতনের পর ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল। সেই মামলায় সোমবার রাতে ঢাকার বাড্ডা এলাকা থেকে টুটুকে গ্রেপ্তার করে সিআইডি।
টুটুকে রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়, পুলিশের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্র-জনতার ওপর হামলার কথা স্বীকার করেন। সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালন করেন। তার নির্দেশে আন্দোলনে হামলা চালান টুটু। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মোহাম্মদ আলিমুজ্জামান – বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম