সাবেক সেনা কর্মকর্তাদের ‘জনতার দল’র আত্মপ্রকাশ

- আপডেট সময় ০২:৫০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ৫৩ বার পড়া হয়েছে
সাবেক সামরিক ও সাবেক সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে ‘ইনসাফ জিন্দাবাদ’ স্লোগানে আত্মপ্রকাশ করলো ‘জনতার দল’। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে দলটি।
দলের চেয়ারপারসন হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল। দলটির আদর্শ—বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে শামীম কামাল তার বক্তব্যে বলেন, ‘আমরা বাম বা ডান দিকে তাকাব না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা আমাদের লক্ষ্য নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা ইতিহাসের অমীমাংসিত বিষয়গুলোতে যুক্ত হব না, আমরা সামনের দিকে তাকাতে চাই।’
এ ছাড়া, দলটি তরুণ প্রজন্মের সবার জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ প্রণয়ন করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
দলটির লক্ষ্য আগামী ১০ বছরের মধ্যে রাষ্ট্রক্ষমতায় যাওয়া।
শামীম কামাল বলেন, ‘আমরা আমাদের প্রার্থীদের মধ্যে সততাকে অগ্রাধিকার দেবো। এর অর্থ, যদি ১০টি আসনে প্রার্থী দিতে পারি, তবে তাই করব। প্রার্থী নির্বাচিত হওয়ার পর যদি আমরা তার দুর্নীতির প্রমাণ পাই, তখন দল থেকে বহিষ্কার করব।’
সামরিক কর্মকর্তা, শিক্ষার্থী ও এনজিও নেটওয়ার্কের মাধ্যমে দলটির কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছাবে। ৭৪টি এনজিওর কর্মীর একটি নেটওয়ার্ক আজকের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে দলটিকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে।
কামাল বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন স্থায়ী সমাধান নয়। নতুন রাজনৈতিক ব্যবস্থাই স্থায়ী সমাধান।’
ডেল এইচ খান দলটির মুখপাত্র হবেন বলে জানা গেছে।