০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

সায়েন্সল্যাবে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ১২৫ বার পড়া হয়েছে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়।

আহত শিক্ষার্থীরা হলেন, মো. তাহসিন (১৮), মো. বাইজিদ (১৮) ও মইনুল ইসলাম (১৮)। তারা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী। রোববার (৫ মার্চ) দুপুর একটার দিকে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আইডিয়াল কলেজ, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষ জড়ান। এর আগে কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শাহেন শাহ বলেন, তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কী নিয়ে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া এবং পরে সংঘর্ষ বেঁধেছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে আইডিয়াল স্কুলের বাসে ঢিল মারাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছে। ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে সামনে এসে নামফলক খুলে নিয়ে গেছে। ওই পুরোনো ঘটনার জেরে আইডিয়ালের কয়েকজন শিক্ষার্থী ও ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থীকে মারধর করেছে। এরপর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। আগের ক্ষোভের অংশ হিসেবে সিটি কলেজের শিক্ষার্থীরা আজ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সায়েন্সল্যাবে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩

আপডেট সময় ০৫:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়।

আহত শিক্ষার্থীরা হলেন, মো. তাহসিন (১৮), মো. বাইজিদ (১৮) ও মইনুল ইসলাম (১৮)। তারা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী। রোববার (৫ মার্চ) দুপুর একটার দিকে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আইডিয়াল কলেজ, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষ জড়ান। এর আগে কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শাহেন শাহ বলেন, তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কী নিয়ে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া এবং পরে সংঘর্ষ বেঁধেছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে আইডিয়াল স্কুলের বাসে ঢিল মারাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছে। ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে সামনে এসে নামফলক খুলে নিয়ে গেছে। ওই পুরোনো ঘটনার জেরে আইডিয়ালের কয়েকজন শিক্ষার্থী ও ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থীকে মারধর করেছে। এরপর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। আগের ক্ষোভের অংশ হিসেবে সিটি কলেজের শিক্ষার্থীরা আজ সংঘর্ষে জড়িয়ে পড়ে।