০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
শিরোনাম
সারের দাম বাড়ার বিষয়ে যা বললেন কৃষিমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৯:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১৩৯ বার পড়া হয়েছে
সরকার সারের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। মঙ্গলবার (১১ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।কৃষিমন্ত্রী বলেন, আমি চাইনি কোনোভাবেই সারের দাম বাড়ুক। প্রধানমন্ত্রীও বলেছিলেন সারের দাম না বাড়াতে।
কিন্তু অর্থ মন্ত্রণালয় দাম বাড়ানোর পক্ষে শক্ত অবস্থানে ছিল। শেষ পর্যন্ত তাদের অনুরোধেই দাম বাড়াতেই হয়েছে। কিন্তু বৈশ্বিকভাবে সারের যে দাম, সে তুলনায় বাড়ানো হয়নি। এখনও সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হবে। তবে বৈশ্বিক দাম কমে এলে সারের দাম সমন্বয় করা হবে।
তিনি বলেন, দাম বাড়ানোর কারণে কৃষকের ওপর চাপ পড়বে, তবে উৎপাদন কমবে না। আমরা বীজ বা অন্যভাবে কৃষকের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। বোরো ধানের আগ পর্যন্ত সারের চাহিদা বেশি থাকে। এরপর চাহিদাও কমে আসবে। তাই খুব বেশি সমস্যা হবে না।
ট্যাগস