“নির্বাচন সামনে রেখে ইসির অগ্রগতির বিষয়গুলো জানব আমরা,” বলেন নজরুল ইসলাম খান।
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

- আপডেট সময় ০৫:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলটির নেতারা রোববার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যান। বিকাল ৪টার পর বৈঠক শুরু হয়।
সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এ বৈঠকে আরও আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সে অনুযায়ী প্রস্তুতি নিতে ইতোমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সরকারপ্রধানের দপ্তর।
সিইসিও বলেছেন, সব ধরনের প্রস্তুতি শেষ করে নির্বাচনের সম্ভাব্য দিন থেকে মোটামুটি দুই মাস আগে (ডিসেম্বরের প্রথমার্ধে) তফসিল ঘোষণা করা হবে।
ভোটের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়নসূচি তুলে ধরে শিগগির নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা রয়েছে ইসির।
নজরুল ইসলাম খান বলেন, “নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা সময় চেয়েছিলাম, সিইসি সময় দিয়েছে। নির্বাচন সামনে রেখে ইসির অগ্রগতির বিষয়গুলো জানব আমরা।”
মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম