আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে বৈঠক চলছে।
সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

- আপডেট সময় ০৩:১০:৩০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।
সোমবার দুপুর সোয়া ২টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এ বৈঠক শুরু হয়।
মার্কিন রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করে ইসি।
ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনের নিচতলায় প্রবেশ পথে ট্রেসি অ্যান জ্যাকবসনকে অভ্যর্থনা জানিয়েছের। ইসি সচিবের নেতৃত্বে কর্মকর্তাদের একটি দল মার্কিন প্রতিনিধি দলকে সিইসির দপ্তরে নিয়ে আসেন।
নির্বাচনী রোড ঘোষণার পর সিইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনে এই বৈঠক হচ্ছে।
বৈঠকে আরও উপস্থিত রয়েছেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্ট এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।
এই বৈঠকে ভোটের সার্বিক প্রস্তুতির বিষয় আলোচনায় থাকতে পারে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সিইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠকটি হবার কথা থাকলে আগারগাঁওয়ের ছাত্র আন্দোলনের জন্য সেটি বাতিল হয়।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে গত ২৮ অগাস্টে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করেছে ইসি। দুই ডজন কাজের পরিকল্পনার মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপের কথাও রয়েছে।
রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হবে। ভোটের দিনের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
মোহাম্মদ আলিমুজ্জামান – বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম