সিএসএফ ফ্রেড হলোস ফাউন্ডেশন পুরষ্কার ও ফেলোশিপ পেয়েছেন ফারজানা বিনতে হোসাইন

- আপডেট সময় ০৯:১৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১২
- / ৩৬ বার পড়া হয়েছে
শিশুদের অন্ধত্ব প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির জন্য অনবদ্য সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ফারজানা বিনতে হোসাইন সিএসএফ ফ্রেড হলোস ফাউন্ডেশন, অস্ট্রেলিয়া পুরষ্কার ও ফেলোশিপ অর্জন করেছেন। এই সম্মানজনক পুরষ্কারটি স্বাস্থ্য ও উন্নয়ন সাংবাদিকতার ক্ষেত্রে বিশ্বব্যাপী অন্যতম মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত।
ফারজানা বিনতে হোসাইন তার প্রতিবেদনে শিশুদের মধ্যে অন্ধত্বের কারণ, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব, এবং প্রতিরোধের জন্য করণীয় বিষয় তুলে ধরেছেন । বিশেষত, ভিটামিন এ-এর ঘাটতি, অনিরাপদ প্রসব, অসচেতনতা এবং চিকিৎসা সেবার অপ্রতুলতার মতো বিষয়গুলোকে তার প্রতিবেদনে গুরুত্ব দেওয়া হয়েছে।
পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও ২৫ হাজার টাকার চেক হাতে তুলে দেয়া হয়। পুরষ্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ফারজানা বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়, এটি সকল শিশুদের জন্য যারা ন্যূনতম চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। আমি বিশ্বাস করি, সমাজে এই সমস্যাটি সমাধানে একসঙ্গে কাজ করা জরুরি।”
রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রেড হলোস ফাউন্ডেশন কর্তৃপক্ষ তার কাজের প্রশংসা করে বলেছে, “ফারজানা বিনতে হোসাইন তার গবেষণামূলক প্রতিবেদনের মাধ্যমে শিশুদের অন্ধত্বের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছেন। তার কাজ শুধু সমস্যার চিত্রায়ণ নয়, সমাধানের পথ দেখানোর মাধ্যমও।” উল্লেখ্য, এই পুরষ্কারের সঙ্গে ফারজানা একটি আন্তর্জাতিক ফেলোশিপের সুযোগ পেয়েছেন, যেখানে তিনি স্বাস্থ্য সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আরও গভীর গবেষণা করার সুযোগ পাবেন।
ফারজানার এই সাফল্য বাংলাদেশের গণমাধ্যম ও স্বাস্থ্য খাতের জন্য একটি গর্বের বিষয়। তার এই অর্জন স্বাস্থ্য ও শিশু কল্যাণে আরও গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।