০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

সিরিজ জয়ের লক্ষ্যে চট্টগ্রামে মাঠে নামছে টাইগাররা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৬:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • / ১২১ বার পড়া হয়েছে

ঘরের মাঠে নিজেদের প্রিয় ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ডের কাছে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এবারের চ্যালেঞ্জটা টি-টোয়েন্টির। যে ফরম্যাটে সবসময়ই নাজুক টাইগাররা। তাই ম্যাচের আগে সাগরিকায় একমাত্র অনুশীলন সেশনে বাড়তি মনযোগী সাকিব-মিরাজরা।

পরিসংখ্যানের দিকে তাকালে বোঝা যায়, ক্রিকেটের শর্টার ভার্সনে দুই দলের পার্থক্য কতটা। সবশেষ ১০ ম্যাচে যেখানে ইংলিশদের হার মাত্র একটিতে। সেখানে বাংলাদেশের হার ৮টিতে। আর একবারের মুখোমুখি লড়াইয়েও হারটা টাইগারদেরই। সংবাদ সম্মেলনে টাইগার কোচ হাথুরুসিংহের কণ্ঠে জয়ের আশাবাদের পাশাপাশি ছিল সর্তকতাও। হাথুরু জানালেন, আমি জাদুকর নই বা এমন কেউ নই যে ভবিষ্যতে কী হবে, তা বলে দিতে পারব! সিরিজে যা হয়, হবে। তবে আমাদের চেষ্টাটা জেতারই হবে।

টাইগার স্কোয়াডে বিপিএলের পারফর্মার তৌহিদ হৃদয় ও তানভীর ইসলাম চমক হতে পারে থ্রি লায়ন্সদের জন্য। সুযোগ পেতে পারেন রনি তালুকদারও। যাদের পর্যাপ্ত সুযোগ দিতে চান হাথুরু। এদিকে ওপেনার রনি তালুকদারের প্রসঙ্গ টেনে প্রধান কোচ বলেন, আমি ম্যাচ সিনারিওতে ওদের দেখতে চাই। আমি তাকে (রনি) শুধুমাত্র নেটে দেখেছি। যা দেখেছি, তাতে আমার ভালো লেগেছে। রনিকে আমি আগেও দেখেছি।

অন্যদিকে ঘরের মাঠে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়ন হলেও সিরিজ জিততে কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করছে ইংল্যান্ড দল। এ বিষয়ে ইংলিশ পেসার ওকস জানান, বাংলাদেশ অত্যন্ত ভালো দল। আপনি যখন তাদের বিপক্ষে খেলবেন বিশেষ করে হোম কন্ডিশনে, এটা খুবই কঠিন এক পরীক্ষা।

এবার আমরা দুটি ম্যাচ জিতলেও অনেক ক্লোজ সিরিজ ছিল। আমরা টি-টোয়েন্টিতেও একই লড়াই আশা করব। সাগরিকায় সবশেষ ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টাইগাররা জয় দিয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু করতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সিরিজ জয়ের লক্ষ্যে চট্টগ্রামে মাঠে নামছে টাইগাররা

আপডেট সময় ০৬:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

ঘরের মাঠে নিজেদের প্রিয় ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ডের কাছে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এবারের চ্যালেঞ্জটা টি-টোয়েন্টির। যে ফরম্যাটে সবসময়ই নাজুক টাইগাররা। তাই ম্যাচের আগে সাগরিকায় একমাত্র অনুশীলন সেশনে বাড়তি মনযোগী সাকিব-মিরাজরা।

পরিসংখ্যানের দিকে তাকালে বোঝা যায়, ক্রিকেটের শর্টার ভার্সনে দুই দলের পার্থক্য কতটা। সবশেষ ১০ ম্যাচে যেখানে ইংলিশদের হার মাত্র একটিতে। সেখানে বাংলাদেশের হার ৮টিতে। আর একবারের মুখোমুখি লড়াইয়েও হারটা টাইগারদেরই। সংবাদ সম্মেলনে টাইগার কোচ হাথুরুসিংহের কণ্ঠে জয়ের আশাবাদের পাশাপাশি ছিল সর্তকতাও। হাথুরু জানালেন, আমি জাদুকর নই বা এমন কেউ নই যে ভবিষ্যতে কী হবে, তা বলে দিতে পারব! সিরিজে যা হয়, হবে। তবে আমাদের চেষ্টাটা জেতারই হবে।

টাইগার স্কোয়াডে বিপিএলের পারফর্মার তৌহিদ হৃদয় ও তানভীর ইসলাম চমক হতে পারে থ্রি লায়ন্সদের জন্য। সুযোগ পেতে পারেন রনি তালুকদারও। যাদের পর্যাপ্ত সুযোগ দিতে চান হাথুরু। এদিকে ওপেনার রনি তালুকদারের প্রসঙ্গ টেনে প্রধান কোচ বলেন, আমি ম্যাচ সিনারিওতে ওদের দেখতে চাই। আমি তাকে (রনি) শুধুমাত্র নেটে দেখেছি। যা দেখেছি, তাতে আমার ভালো লেগেছে। রনিকে আমি আগেও দেখেছি।

অন্যদিকে ঘরের মাঠে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়ন হলেও সিরিজ জিততে কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করছে ইংল্যান্ড দল। এ বিষয়ে ইংলিশ পেসার ওকস জানান, বাংলাদেশ অত্যন্ত ভালো দল। আপনি যখন তাদের বিপক্ষে খেলবেন বিশেষ করে হোম কন্ডিশনে, এটা খুবই কঠিন এক পরীক্ষা।

এবার আমরা দুটি ম্যাচ জিতলেও অনেক ক্লোজ সিরিজ ছিল। আমরা টি-টোয়েন্টিতেও একই লড়াই আশা করব। সাগরিকায় সবশেষ ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টাইগাররা জয় দিয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু করতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।