গ্রেপ্তারদের কাছ থেকে দুটি একনলা বন্দুক, দুটি গুলি, আটটি গুলির খোসা, তিনটি দেশি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে কোস্ট গার্ড।
সুন্দরবনে ‘বনদস্যুদের হাতে জিম্মি’ ৯ জেলে উদ্ধার, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

- আপডেট সময় ০২:১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
সুন্দরবনে ‘বনদস্যুদের হাতে জিম্মি’ থাকা নয় জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলিসহ ‘রাঙ্গা বাহিনী’র দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার ভোরে সুন্দরবনের আদাছগি এলাকায় অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট মো. তানভীর উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন- নাসির মোল্লা এবং মিন্টু সরদার। তারা খুলনা জেলার বাসিন্দা।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- রমজান মোড়ল, শুক্কুর আলী শেখ, শামীম শেখ, হান্নান শেখ, আবু হুরাই, আজগার শেখ, আতাউর শেখ, জাফর মল্লিক এবং ইউনুস শেখ। তারাও খুলনা জেলার বিভিন্ন এলাকায় বাসিন্দা।
এর আগে ৩ সেপ্টেম্বর বনবিভাগের অনুমতি নিয়ে বনের ভেতর মাছ শিকার করতে গিয়ে তারা অপহরণের শিকার হন বলে জানায় কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট তানভীর উদ্দিন বলেন, সুন্দরবনের আদাছগি এলাকায় বনদস্যু বাহিনী প্রধান ‘রাঙ্গা বাহিনীর’ সদস্যরা মাছ শিকার করতে যাওয়া কয়েকজন জেলেকে মুক্তিপণের দাবিতে জিম্মি করেন। গোপন খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল সেখানে অভিযান চালায়।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে দুজনকে আটক করা হয়। পরে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি একনলা বন্দুক, দুটি গুলি, আটটি গুলির খোসা, তিনটি দেশি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তাদের হাতে জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা সুন্দরবনের বনদস্যু বাহিনী প্রধান ‘রাঙ্গা বাহিনী’র সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানান লেফটেন্যান্ট তানভীর উদ্দিন।
শুক্রবার বিকালে তাদের বিরুদ্ধে খুলনার দাকোপ থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয় বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
বাগেরহাট প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম