১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
“সুপারম্যানের প্রেক্ষাপট রাজনৈতিক হয়ে উঠলেও এর গল্পে গুরুত্ব দেওয়া হয়েছে নৈতিকতার বিষয়টিকে।”

সুপারম্যান: এবার ‘রাজনীতির ছায়ায় মানবিকতার গল্প’

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৬:৪৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / ২১ বার পড়া হয়েছে

 

পৃথিবী এবং মানবজাতির সংকটে এক ‘উদ্ধারকর্তার’ নাম সুপারম্যান। মুক্তি পেতে চলা জনপ্রিয় এই সিনেমায় সুপারম্যান চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন পরিচালক জেমস গান।

ডিসি স্টুডিওর ব্যানারে তৈরি প্রথম ‘সুপারম্যান’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে শুক্রবার, যা চলছে ঢাকার সিনেপ্লেক্সেও। সুপারম্যান চরিত্রে এবার অভিনয় করেছেন ডেভিড করেনসওয়েট।

জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রটি নিয়ে নির্মাতা জেমস গান বলেছেন, এবারের সুপারম্যান একটু ‘বেশিই রাজনৈতিক’। সিনেমায় অভিবাসন সমস্যা এবং এই সমস্যা ঘিরে তৈরি হওয়া মানবিক সংকট তুলে ধরা হয়েছে।

ভ্যারাইটি লিখেছে দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস গান বলেন, “সুপারম্যানের প্রেক্ষাপট রাজনৈতিক হয়ে উঠলেও এর গল্পে গুরুত্ব দেওয়া হয়েছে নৈতিকতার বিষয়টিকে।”

 

 

নতুন সিনেমায় সুপারম্যান অর্থাৎ ক্লার্ক কেন্ট একজন অভিবাসী। যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রে তিনি কাজ করেন। সিনেমাটি এমন এক মানুষের গল্প বলা হয়েছে, যিনি আরেকটি দেশে উন্নত জীবনের সন্ধান করছে।

যুক্তরাষ্ট্রের রাজনীতি ও সামাজিক সমস্যায় গভীর প্রভাব ফেলা অভিবাসন নীতির সমালোচনা আছে এতে।

জেমস গান বলেন, “সুপারম্যানের এই সিনেমায় এখনকার আমেরিকাকে দর্শক খুঁজে পাবে। একজন অভিবাসীর গল্প আছে। আমার কাছে এটি মানবিকতা ও দয়ার গল্প। যা আমরা হারিয়ে ফেলেছি।”

এবারের সুপারম্যানের এই গল্প বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন জেমস গান।

পরিচালকের কথায়, “নানা ধরনের অপব্যাখ্যা আসতে পারে। কিছু আপত্তিও আসতে পারে। সেটা স্বাভাবিক। তবে পরোয়া করিনা।”

অতীতে দেখা গেছে, পৃথিবীর মানুষ যখন আশা হারিয়ে ফেলে, তখন প্রয়োজন হয় সুপারম্যানের আবির্ভাবের।

 

 

“এমন এক মানুষের গল্প বলার চেষ্টা করেছি, যিনি ভালো, কিন্তু পরিস্থিতির জন্য তিনি প্রতিবাদী হয়ে ওঠেন। সমাজ বদলে দেওয়ার জন্য সিনেমা বানিয়েছি, সেটা বলবো না। তবে এই সিনেমা দেখে কারো বোধ বা চেতনা জাগ্রত হলে ভালো।“

সিনেমায় লুইস লেনের ভূমিকায় র্যাচেল ব্রোসনাহান অভিনয় করেছেন। আর নেতিবাচক চরিত্র লেক্স লুথারের ভূমিকায় অভিনয় করেছেন নিকোলাস হল্ট।

২০১৩ সালের ‘ম্যান অব স্টিল’ এবং এর স্পিন অব সিনেমাগুলোতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা হেনরি ক্যাভিল।

২০২২ সালে এই চরিত্রে ক্যাভিল ফের ফেরার ঘোষণা দিলেও জেমস গান ও প্রযোজক পিটার স্যাফরান ডিসির নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই চরিত্রে করেনসওয়েটকে নেওয়ার ঘোষণা দেন।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

“সুপারম্যানের প্রেক্ষাপট রাজনৈতিক হয়ে উঠলেও এর গল্পে গুরুত্ব দেওয়া হয়েছে নৈতিকতার বিষয়টিকে।”

সুপারম্যান: এবার ‘রাজনীতির ছায়ায় মানবিকতার গল্প’

আপডেট সময় ০৬:৪৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

 

পৃথিবী এবং মানবজাতির সংকটে এক ‘উদ্ধারকর্তার’ নাম সুপারম্যান। মুক্তি পেতে চলা জনপ্রিয় এই সিনেমায় সুপারম্যান চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন পরিচালক জেমস গান।

ডিসি স্টুডিওর ব্যানারে তৈরি প্রথম ‘সুপারম্যান’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে শুক্রবার, যা চলছে ঢাকার সিনেপ্লেক্সেও। সুপারম্যান চরিত্রে এবার অভিনয় করেছেন ডেভিড করেনসওয়েট।

জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রটি নিয়ে নির্মাতা জেমস গান বলেছেন, এবারের সুপারম্যান একটু ‘বেশিই রাজনৈতিক’। সিনেমায় অভিবাসন সমস্যা এবং এই সমস্যা ঘিরে তৈরি হওয়া মানবিক সংকট তুলে ধরা হয়েছে।

ভ্যারাইটি লিখেছে দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস গান বলেন, “সুপারম্যানের প্রেক্ষাপট রাজনৈতিক হয়ে উঠলেও এর গল্পে গুরুত্ব দেওয়া হয়েছে নৈতিকতার বিষয়টিকে।”

 

 

নতুন সিনেমায় সুপারম্যান অর্থাৎ ক্লার্ক কেন্ট একজন অভিবাসী। যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রে তিনি কাজ করেন। সিনেমাটি এমন এক মানুষের গল্প বলা হয়েছে, যিনি আরেকটি দেশে উন্নত জীবনের সন্ধান করছে।

যুক্তরাষ্ট্রের রাজনীতি ও সামাজিক সমস্যায় গভীর প্রভাব ফেলা অভিবাসন নীতির সমালোচনা আছে এতে।

জেমস গান বলেন, “সুপারম্যানের এই সিনেমায় এখনকার আমেরিকাকে দর্শক খুঁজে পাবে। একজন অভিবাসীর গল্প আছে। আমার কাছে এটি মানবিকতা ও দয়ার গল্প। যা আমরা হারিয়ে ফেলেছি।”

এবারের সুপারম্যানের এই গল্প বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন জেমস গান।

পরিচালকের কথায়, “নানা ধরনের অপব্যাখ্যা আসতে পারে। কিছু আপত্তিও আসতে পারে। সেটা স্বাভাবিক। তবে পরোয়া করিনা।”

অতীতে দেখা গেছে, পৃথিবীর মানুষ যখন আশা হারিয়ে ফেলে, তখন প্রয়োজন হয় সুপারম্যানের আবির্ভাবের।

 

 

“এমন এক মানুষের গল্প বলার চেষ্টা করেছি, যিনি ভালো, কিন্তু পরিস্থিতির জন্য তিনি প্রতিবাদী হয়ে ওঠেন। সমাজ বদলে দেওয়ার জন্য সিনেমা বানিয়েছি, সেটা বলবো না। তবে এই সিনেমা দেখে কারো বোধ বা চেতনা জাগ্রত হলে ভালো।“

সিনেমায় লুইস লেনের ভূমিকায় র্যাচেল ব্রোসনাহান অভিনয় করেছেন। আর নেতিবাচক চরিত্র লেক্স লুথারের ভূমিকায় অভিনয় করেছেন নিকোলাস হল্ট।

২০১৩ সালের ‘ম্যান অব স্টিল’ এবং এর স্পিন অব সিনেমাগুলোতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা হেনরি ক্যাভিল।

২০২২ সালে এই চরিত্রে ক্যাভিল ফের ফেরার ঘোষণা দিলেও জেমস গান ও প্রযোজক পিটার স্যাফরান ডিসির নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই চরিত্রে করেনসওয়েটকে নেওয়ার ঘোষণা দেন।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম