সিনেমায় এবার সুপারম্যান চরিত্রে দেখা যাবে যুক্তরাষ্ট্রের অভিনেতা ডেভিড করেনসওয়েটকে।
‘সুপারম্যান’ দেখবে ঢাকার দর্শকরাও-শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি

- আপডেট সময় ১১:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে

নতুন বার্তা নিয়ে মুক্তি পেতে যাচ্ছে ‘সুপারম্যান’। শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি, আন্তর্জাতিক মুক্তির দিন বাংলাদেশেও ‘সুপারম্যান’ দেখাবে স্টার সিনেপ্লেক্সে।
নতুন বার্তা নিয়ে মুক্তি পেতে যাচ্ছে ‘সুপারম্যান’। শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি, আন্তর্জাতিক মুক্তির দিন বাংলাদেশেও ‘সুপারম্যান’ দেখাবে স্টার সিনেপ্লেক্সে।
বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স বলেছে, ‘সুপারম্যানের’ পাশাপাশি শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে মার্শাল আর্ট সুপারস্টার জ্যাকি চ্যানের নতুন সিনেমা ‘কারাতে কিড: লিজেন্ডস’।
ডিসি স্টুডিওর ব্যানারে জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন জেমস গান।
সিনেমায় এবার সুপারম্যান চরিত্রে দেখা যাবে যুক্তরাষ্ট্রের অভিনেতা ডেভিড করেনসওয়েটকে। সুপারম্যানকে সবসময়ই দেখা যায় নানা সমস্যাকে মোকাবিলা করে পৃথিবী ও মানুষের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে।
তবে এবারের সিনেমাটি কেবল অ্যাকশনের নয় বরং মানবিকতা, অভিবাসন সংকট, রাজনীতি এবং সম্পর্কের গভীর নৈতিক দ্বন্দ্বের প্রতিচ্ছবিও তুলে ধরবে বলে স্টার সিনেপ্লেক্সের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অন্যদিকে ‘কারাতে কিড: লিজেন্ডস’ মূলত ২০১০ সালে মুক্তি পাওয়া ‘দ্য কারাতে কিড’ সিনেমার একটি সিক্যুয়েল।
এতে দেখা যাবে, লি নামের এক তরুণ ছেলে তার মায়ের সাথে বেইজিং থেকে নিউইয়র্কে আসে এবং সেখানে তার মার্শাল আর্টের যাত্রা শুরু হয়।
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম