খ্যাতনামা এ শিল্পীর ছবি সংরক্ষণে সবাইকে সহযোগিতারও আহ্বান জানান তিনি।
সুলতানের হারিয়ে যাওয়া চিত্রকর্ম উদ্ধার করা হবে: সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

- আপডেট সময় ১১:৩৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ১২১ বার পড়া হয়েছে
দেশ-বিদেশে প্রদর্শনীকালে হারিয়ে যাওয়া শিল্পী এস এম সুলতানের চিত্রকর্ম উদ্ধারের পর সেগুলো নিয়ে প্রদর্শনী আয়োজনের কথা বলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
রোববার সন্ধ্যায় চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে শিল্পী এসএম সুলতানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “এস এম সুলতান কর্মজীবী মানুষের প্রকৃতির সাথে সংগ্রামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন রঙ ও রেখায়। মাটির প্রাণশক্তি কৃষককে শক্তিশালী রূপে ক্যানভাসে তুলে ধরেছেন। এদেশের চিত্রকলাকে এক ভিন্নমাত্রায় উপস্থাপন করেছেন সুলতান।”
সুলতানের চিত্রকর্ম সংরক্ষণে সবাইকে সহযোগিতারও আহ্বান জানান উপদেষ্টা।
খ্যাতনামা এই শিল্পীর জন্মশতবর্ষ উপলক্ষে এ অনুষ্ঠানে চিত্রকর্ম ও ভাস্কর্য প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শন এবং সেমিনারের আয়োজন রয়েছে। অনুষ্ঠান চলবে ১৬ অগাস্ট পর্যন্ত।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ।
বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ মনির উদ্দিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় অধ্যাপক ফেরদৌস আজীম, চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক, শিল্পী হিরন্ময় চন্দ, আলোকচিত্রী নাসির আলী মামুন, শিল্পী আব্দুস সাত্তার।
নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম