সুষ্ঠু নির্বাচন হলে গাজীপুরে আমরাই জিতব : জি এম কাদের
- আপডেট সময় ০৭:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / ৭০ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) সুষ্ঠু নির্বাচন হলে আমরাই জিতব। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে বনানীর কার্যালয়ে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন হচ্ছে। আমরা প্রত্যেকটিতে অংশগ্রহণ করব। এরইমধ্যে গাজীপুর সিটি করপোরেশনে প্রার্থী দিয়েছি। জনগণ ও আমাদের নেতাকর্মীদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিজয়ী হব। তবে নির্বাচন সু্ষ্ঠু হবে কি না, তা নিয়ে সাধারণ ভোটাররা শঙ্কিত।
তিনি বলেন, সাধারণ মানুষ শঙ্কিত এই ভেবে যে, তারা ভোট দিতে পারবেন কি না? ভোট দিলেও ফলাফল তাদের দেওয়া ভোট অনুসারে হবে কি না? এসব প্রশ্ন সাধারণ জনগণের। এ কারণেই মানুষের নির্বাচন ব্যবস্থার ওপর অনাস্থা। চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন হয়েছে। ভোটারের উপস্থিতি ছিল মাত্র ১০ শতাংশ। ৯০ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হয়নি। ভোটারদের ভোটের প্রতি কোনো আস্থা নেই।
এটা তারই প্রমাণ। জি এম কাদের আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। রাজনৈতিক আকাশে ঘোর অমানিশার ইঙ্গিত রয়েছে। পরিস্থিতি উত্তরণে সরকারের উদ্যোগ নিতে হবে। সরকারের উদ্যোগ ছাড়া এ অবস্থার পরিবর্তন হবে না।