সুস্থ থাকতে প্রচুর ভালোবাসতে হবে : জায়েদ খান
- আপডেট সময় ০৮:১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / ২২৪ বার পড়া হয়েছে
বর্তমান সময়টা ভার্চুয়াল। আড্ডা হোক কিংবা জরুরি কাজ। বাস্তবতার পাশপাশি এখন নিত্যনতুন বাস্তবতা হচ্ছে ভার্চুয়াল জগৎ, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই।
বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগমাধ্যম ফেসবুক। আর তাইতো এই মাধ্যমকে কেন্দ্র করে সবাই আপডেট থাকতে চান। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সবাই কম বেশি এই মাধ্যমে সরব থাকেন। ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানও ফেসবুকে তার বিভিন্ন আপডেট দিয়ে থাকেন।
গত শনিবার (১৫ মার্চ) রাতে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে জায়েদ খান লিখেছেন, ‘যে হৃদয় ভালোবাসতে পারে না, সে হৃদয় নানা জরাজীর্ণতা আর অসুস্থতায় ভরে যায়। সুস্থ থাকতে চাইলে প্রচুর ভালোবাসতে হবে।’তার সেই স্ট্যাটাসে একজন লিখেছেন, ‘কোনো ষড়যন্ত্র কাউকে স্থবির করে দিতে পারে না।
ব্যর্থ করার চেষ্টা করে আরও সাফল্যের পথে এগিয়ে দেয়। আরও সাফল্য কামনা করছি।’ অন্যজন লেখেন, ‘ভালোবাসা সীমাহীন, এ জীবন সীমাহীন নয়। যেটুকু সময় পাবো শুধু ভালবেসে যাবো, ভালোবেসে মরে যাবো হয়তো। আপনার জন্য দোয়া রইল।’











