০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
‘এই ধরনের প্রোগ্রাম আমরা বাংলাদেশে সেভাবে আগে কখনও দেখিনি’, বললেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন।

সেপ্টেম্বরে বিসিবির ‘গুরুত্বপূর্ণ দুটি প্রোগ্রাম’

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১২:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

 

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন বললেন, “আমরা খুবই রোমাঞ্চিত।” বিসিবির এই পরিচালকের রোমাঞ্চের কারণ, এরকম উদ্যোগ বাংলাদেশের ক্রিকেটে বিরল। দেশের কোচদের মান উন্নত করতে ও আধুনিক ক্রিকেটের কোচিংয়ের পাঠ দিতে বিশেষ দুটি প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

সিলেটে সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় চূড়ান্ত হয়েছে প্রোগ্রাম এই সিদ্ধান্ত। এই সেপ্টেম্বরেই হবে দুটি প্রোগ্রাম।

দুটি আয়োজনই কোচদের নিয়ে। তবে ধরন আলাদা। একেটি শুধু ব্যাটিং নিয়ে। সেটির ধারণা দিলেন নাজমুল আবেদীন।

“সেপ্টেম্বরে দুটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হবে বাংলাদেশ। একটি হচ্ছে, বিশ্বমানের, আন্তজার্তিক মানের ব্যাটিং প্রোগ্রাম হবে তিন দিনের, যেখানে বিশ্বের বিশেষজ্ঞ কোচ আসবেন দুজন। তারা আমাদের দেশের বিভিন্ন ধাপের কোচদের, এলিট পর্যায় থেকে জুনিয়র আন্তর্জাতিক পর্যায়ে যারা কাজ করে ক্রিকেটারদের সঙ্গে, সেই কোচদের নিয়ে ব্যাটিংয়ের ওপর একটা স্কিল প্রোগ্রাম আয়োজন করা হবে।”

“আমরা এটা নিয়ে খুবই রোমাঞ্চিত। কারণ, এই ধরনের প্রোগ্রাম আমরা বাংলাদেশে সেভাবে আগে কখনও দেখিনি। এটা আন্তর্জাতিক মানের একটা প্রোগ্রাম হবে, যেখানে আমাদের সেরা কোচরা সেখানে অংশ নেবেন।”

আরেকটি উদ্যোগ আগে এক দফায় বাংলাদেশে দেখা গেছে ১৬ বছর আগে। তবে বিসিবির আয়োজনে তা হতে যাচ্ছে এই প্রথমবার।

“সেপ্টেম্বরেই প্রথমবারের মতো আমাদের আয়োজনে আমরা একটি লেভেল থ্রি কোচিং কোর্স পরিচালনা করব। ২০০৯ সালে একটা কোর্স (লেভেল থ্রি) এখানে হয়েছিল, তবে সেটি ছিল আইসিসি-এসিসি উদ্যোগে। এবার আমাদের উদ্যোগে একটা লেভেল থ্রি কোর্স হবে, যেখানে অস্ট্রেলিয়ার প্রশিক্ষক আসবে এবং এই কোর্স পরিচালনা করবে।”

“আমাদের সম্ভাবনাময় কোচ যারা আছে, উঁচু পর্যায়ে কোচিং করাতে প্রস্তুত, কিন্তু লেভেল থ্রি করতে পারেননি, তাদের জন্য এই কোর্সের আয়োজন হবে। এটিও খুব হাই-প্রোফাইল প্রোগ্রাম হবে।”

প্রোগ্রাম কারা পরিচালনা করবেন এবং কারা অংশ নিতে পারবেন, সেটিও জানিয়ে রাখলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান।

“অ্যাশলি রস একজন অস্ট্রেলিয়ান আছেন, এইসব বিষয়ে সবচেয়ে ভালো কোচদের একজন। তিনি আসবেন, সঙ্গে একজন সঙ্গী থাকবেন।

“লেভেল থ্রি কোচিং কোর্সে অংশগ্রহণ করবেন, যারা এই মুহূর্তে লেভেল থ্রি কোচ নয়। আমাদের দেশে এখন ৮-১০ জন আছেন লেভেল থ্রি কোচ। এর বাইরেও ক্রিকেট বোর্ডেরই কোচ কয়েকজন আছেন, যারা এলিট লেভেলে কোচিং করাচ্ছেন, কিন্তু লেভেল থ্রি করেননি। ক্রিকেট বোর্ডের বাইরেও কয়েকজন কোচ আছে, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদেরকেও এখানে সুযোগ দেওয়া হবে। সব মিলিয়ে ২০-২৫ জনের হবে।”

অ্যাশলি রস ক্রিকেট বিশ্বের অভিজ্ঞ একজন কোচ। দুর্ঘটনার কারণে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কোচিংয়ে নেমেছিলেন তিনি। মেলবোর্নের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষার ডিগ্রি নিয়ে পরে তিনি কাজ করেছেন ভিক্টোরিয়া রাজ্য দলের সহকারী কোচ ও ক্রিকেট ভিক্টোরিয়ার ডিরেক্টর অব কোচিং হিসেবে।

পরে নিউ জিল্যান্ড ক্রিকেটের হাই পারফরম্যান্স সেন্টারে কাজ করেন তিনি। সেখান থেকে নিউ জিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেন বেশ কিছুটা সময়। সেই সময় ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্বেও ছিলেন তিনি।

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

‘এই ধরনের প্রোগ্রাম আমরা বাংলাদেশে সেভাবে আগে কখনও দেখিনি’, বললেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন।

সেপ্টেম্বরে বিসিবির ‘গুরুত্বপূর্ণ দুটি প্রোগ্রাম’

আপডেট সময় ১২:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

 

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন বললেন, “আমরা খুবই রোমাঞ্চিত।” বিসিবির এই পরিচালকের রোমাঞ্চের কারণ, এরকম উদ্যোগ বাংলাদেশের ক্রিকেটে বিরল। দেশের কোচদের মান উন্নত করতে ও আধুনিক ক্রিকেটের কোচিংয়ের পাঠ দিতে বিশেষ দুটি প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

সিলেটে সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় চূড়ান্ত হয়েছে প্রোগ্রাম এই সিদ্ধান্ত। এই সেপ্টেম্বরেই হবে দুটি প্রোগ্রাম।

দুটি আয়োজনই কোচদের নিয়ে। তবে ধরন আলাদা। একেটি শুধু ব্যাটিং নিয়ে। সেটির ধারণা দিলেন নাজমুল আবেদীন।

“সেপ্টেম্বরে দুটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হবে বাংলাদেশ। একটি হচ্ছে, বিশ্বমানের, আন্তজার্তিক মানের ব্যাটিং প্রোগ্রাম হবে তিন দিনের, যেখানে বিশ্বের বিশেষজ্ঞ কোচ আসবেন দুজন। তারা আমাদের দেশের বিভিন্ন ধাপের কোচদের, এলিট পর্যায় থেকে জুনিয়র আন্তর্জাতিক পর্যায়ে যারা কাজ করে ক্রিকেটারদের সঙ্গে, সেই কোচদের নিয়ে ব্যাটিংয়ের ওপর একটা স্কিল প্রোগ্রাম আয়োজন করা হবে।”

“আমরা এটা নিয়ে খুবই রোমাঞ্চিত। কারণ, এই ধরনের প্রোগ্রাম আমরা বাংলাদেশে সেভাবে আগে কখনও দেখিনি। এটা আন্তর্জাতিক মানের একটা প্রোগ্রাম হবে, যেখানে আমাদের সেরা কোচরা সেখানে অংশ নেবেন।”

আরেকটি উদ্যোগ আগে এক দফায় বাংলাদেশে দেখা গেছে ১৬ বছর আগে। তবে বিসিবির আয়োজনে তা হতে যাচ্ছে এই প্রথমবার।

“সেপ্টেম্বরেই প্রথমবারের মতো আমাদের আয়োজনে আমরা একটি লেভেল থ্রি কোচিং কোর্স পরিচালনা করব। ২০০৯ সালে একটা কোর্স (লেভেল থ্রি) এখানে হয়েছিল, তবে সেটি ছিল আইসিসি-এসিসি উদ্যোগে। এবার আমাদের উদ্যোগে একটা লেভেল থ্রি কোর্স হবে, যেখানে অস্ট্রেলিয়ার প্রশিক্ষক আসবে এবং এই কোর্স পরিচালনা করবে।”

“আমাদের সম্ভাবনাময় কোচ যারা আছে, উঁচু পর্যায়ে কোচিং করাতে প্রস্তুত, কিন্তু লেভেল থ্রি করতে পারেননি, তাদের জন্য এই কোর্সের আয়োজন হবে। এটিও খুব হাই-প্রোফাইল প্রোগ্রাম হবে।”

প্রোগ্রাম কারা পরিচালনা করবেন এবং কারা অংশ নিতে পারবেন, সেটিও জানিয়ে রাখলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান।

“অ্যাশলি রস একজন অস্ট্রেলিয়ান আছেন, এইসব বিষয়ে সবচেয়ে ভালো কোচদের একজন। তিনি আসবেন, সঙ্গে একজন সঙ্গী থাকবেন।

“লেভেল থ্রি কোচিং কোর্সে অংশগ্রহণ করবেন, যারা এই মুহূর্তে লেভেল থ্রি কোচ নয়। আমাদের দেশে এখন ৮-১০ জন আছেন লেভেল থ্রি কোচ। এর বাইরেও ক্রিকেট বোর্ডেরই কোচ কয়েকজন আছেন, যারা এলিট লেভেলে কোচিং করাচ্ছেন, কিন্তু লেভেল থ্রি করেননি। ক্রিকেট বোর্ডের বাইরেও কয়েকজন কোচ আছে, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদেরকেও এখানে সুযোগ দেওয়া হবে। সব মিলিয়ে ২০-২৫ জনের হবে।”

অ্যাশলি রস ক্রিকেট বিশ্বের অভিজ্ঞ একজন কোচ। দুর্ঘটনার কারণে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কোচিংয়ে নেমেছিলেন তিনি। মেলবোর্নের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষার ডিগ্রি নিয়ে পরে তিনি কাজ করেছেন ভিক্টোরিয়া রাজ্য দলের সহকারী কোচ ও ক্রিকেট ভিক্টোরিয়ার ডিরেক্টর অব কোচিং হিসেবে।

পরে নিউ জিল্যান্ড ক্রিকেটের হাই পারফরম্যান্স সেন্টারে কাজ করেন তিনি। সেখান থেকে নিউ জিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেন বেশ কিছুটা সময়। সেই সময় ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্বেও ছিলেন তিনি।

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম