ভাঙা পা নিয়ে ব্যাটিংয়ে নামা রিশাভ পান্তের ফিফটিতে সাড়ে তিনশ ছাড়ানো সংগ্রহ পায় ভারত।
স্টোকসের ৫ উইকেটের পর ক্রলি-ডাকেটের ব্যাটে ইংল্যান্ডের জবাব

- আপডেট সময় ১২:৫৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
সবাইকে অবাক করে দিয়ে ভাঙা পা নিয়ে ব্যাটিংয়ে নেমে মূল্যবান কিছু রান করলেন রিশাভ পান্ত। তবে দারুণ বোলিংয়ে ভারতের সংগ্রহটা বেশি বড় হতে দিলেন না বেন স্টোকস ও জফ্রা আর্চার। পরে জ্যাক ক্রলি ও বেন ডাকেটের অসাধারণ জুটিতে শক্ত ভিত পেল ইংল্যান্ড। যদিও দুই ওপেনারই পুড়লেন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ভারতের ৩৫৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২২৫। এখনও ১৩৩ রানে পিছিয়ে আছে তারা।
১৩ চারে ১০০ বলে ৯৪ রানের ইনিংস খেলেন ডাকেট। ১১৩ বলে ১৩ চার ও এক ছক্কায় ৮৪ রান করেন ক্রলি। তাদের উদ্বোধনী জুটিতে আসে ১৬৬ রান।
বল হাতে ৭২ রানে ৫ উইকেট শিকার করেন স্টোকস। প্রায় আট বছর পর এই সংস্করণে পাঁচ উইকেটের স্বাদ পান ৩৪ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার।
৪ উইকেটে ২৬৪ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেন রাভিন্দ্রা জাদেজা ও শার্দুল ঠাকুর। দিনের দ্বিতীয় ওভারেই আর্চারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন জাদেজা। আগের দিন ১৯ রানে অপরাজিত শার্দুল এগিয়ে যান আরও। স্টোকসের তৃতীয় শিকার হয়ে প্রথম সেশনের শেষ দিকে ফেরেন তিনি (৮৮ বলে ৪১)।

এরপরই বিস্ময় জাগিয়ে দর্শকদের তুমুল করতালির মাঝে ওল্ড ট্র্যাফোর্ডে সিঁড়ি বেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিংয়ে নামেন পান্ত। প্রথম দিন পায়ে গুরুতর চোট পেয়ে ৪৮ বলে ৩৭ রান নিয়ে মাঠ ছেড়েছিলেন এই কিপার-ব্যাটসম্যান।
স্ক্যানে তার পায়ের পাতার হাড়ে চিড় ধরা পড়েছে। তাতে ব্যাটিংয়ে অস্বস্তি থাকলেও অদম্য মানসিক শক্তির পরিচয় দিয়ে লড়াই চালিয়ে যান পান্ত। আর্চারকে ছক্কায় উড়িয়ে ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে ভিরেন্দার শেবাগের পাশে বসেন তিনি, দুজনেরই ৯০টি করে।
এ দিন তিনি যোগ করেন আরও ১৭ রান। আর্চারের দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে শেষ হয় তার ৩ চার ও ২ ছক্কায় ৭৫ বলে ৫৪ রানের ইনিংস। এর মাঝে ওয়াশিংটন (৯০ বলে ২৭) ও আনশুল কাম্বোজকে ফিরিয়ে ২০১৭ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার টেস্টে পাঁচ উইকেট পূর্ণ করেন স্টোকস।
১৯৮৩ সালের জুলাইয়ে হেডিংলিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে বব উইলিসের পর প্রথম ইংলিশ অধিনায়ক হিসেবে ঘরের মাঠে টেস্টে এই স্বাদ পেলেন তিনি।

পরে জাসপ্রিত বুমরাহকে ফিরিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেওয়ার পাশাপাশি তৃতীয় শিকার ধরেন আর্চার।
জবাবে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডকে দুর্দান্ত শুরু এনে দেন ডাকেট ও ক্রলি। আগ্রাসী ব্যাটিংয়ে ডাকেট ফিফটি পূর্ণ করেন ৪৬ বলে। পঞ্চাশ ছুঁতে ক্রলির লাগে ৭৩ বল। জুটির শতরান পূর্ণ হয় ১১৪ বলে, ১৭৪ বলে দেড়শ।
ক্রলিকে স্লিপের ক্যাচ বানিয়ে মাথাব্যথার কারণ হয়ে ওঠা জুটি ভাঙেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার জাদেজা। সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে অভিষিক্ত পেসার আনশুলের বাড়তি বাউন্সে বদলি কিপার ধ্রুব জুরেলের গ্লাভসে ধরা পড়েন ডাকেট।
দিনের বাকিটা পার করে দেন অলিভার পোপ ও জো রুট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: (আগের দিন ২৬৪/৪) ১১৪.১ ওভারে ৩৫৮ (পান্ত ৫৪, জাদেজা ২০, শার্দুল ৪১, ওয়াশিংটন ২৭, আনশুল ০, বুমরাহ ৪; ওকস ২৩-৫-৫৬-১, আর্চার ২৬.১-৩-৭৩-৩, কার্স ২১-১-৭১-০, স্টোকস ২৪-৩-৭২-৫, ডসন ১৫-১-৪৫-১, রুট ৫-০-১৯-০)
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৬ ওভারে ২২৫/২ (ক্রলি ৮৪, ডাকেট ৯৪, পোপ ২০, রুট ১১; বুমরাহ ১৩-৪-৩৭-০, আনশুল ১০-১-৪৮-১, সিরাজ ১০-০-৫৮-০, শার্দুল ৫-০-৩৫-০, জাদেজা ৮-০-৩৭-১)
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম