বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছে।
স্বাস্থ্যখাত সংস্কার: বরিশালে এবার সড়ক অবরোধের সঙ্গে আমরণ অনশন

- আপডেট সময় ০৪:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৪৭ বার পড়া হয়েছে
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আবারও মহাসড়ক অবরোধ করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্র-জনতা।
এদিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটে অবস্থান নিয়ে আমরণ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীদের অপর একটি পক্ষ।
উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের নেওয়া ব্যবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানাতে সংবাদ সম্মেলন করেছে পরিচালক এ কে এম মশিউল মুনীর।
স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের মুখপাত্র নাভিদ নাসিফ বলেন, রোববার বিকাল ৪টায় জরুরি প্রেস কনফারেন্সের মাধ্যমে মহিউদ্দিন রনি জানিয়ে দিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে তদন্ত করে সমস্যার সমাধান করতে হবে। জানা গেছে, তিনি এখনও রওনা হননি। তাই বেলা ১১টা থেকে নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে।
তিনি বলেন, আল্টিমেটামের সময় বিকাল ৪টায় শেষ হবে। এরমধ্যে স্বাস্থ্য উপদেষ্টা না এলে আবারো সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে এবং কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে।
নাভিদ নাসিফ আরও জানান, তাদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটের সামনে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছে। শিক্ষার্থীদের যদি কিছু হয়, তার দায়ভার কর্তৃপক্ষকে নিতে হবে।
অনশন কর্মসূচিতে থাকা বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাইয়ান ইসলাম বলেন, “বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দক্ষ জনবল নেই। এখানে এসে কাউকে পাওয়া যায় না। নার্সদের মাথা অলওয়েজ ১০০ ডিগ্রি গরম থাকে। তারা কারো কথা শোনে না। স্বাস্থ্য উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত বরিশাল এসে সমাধানা না করবেন, ততক্ষণ পর্যন্ত অনশন চলবে।”
এ সময় রাইয়ান সাতটি দাবি তুলে ধরেন। সেগুলো হচ্ছে- দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, ট্রলি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সিন্ডিকেট বন্ধ করতে হবে, বেসরকারি ডায়াগনস্টিক দালালদের হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ করতে হবে, রোগীদের সেবার মান উন্নয়নে স্বাধীন তদন্ত কমিটি গঠন ও সুপারিশ বাস্তবায়নে ছাত্র প্রতিনিধি নিয়ে কমিটি গঠন, কোনো রোগীকে যেন বাইরে যেতে না হয়, ওষুধ ও পরীক্ষা হাসপাতালে থাকতে হবে, অনিয়ম দুর্নীতি চিহিৃত করতে হবে, স্বাস্থ্যখাত সংস্কারের সব দাবি মানতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশাল আসতে হবে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, “ছাত্র-জনতার ব্যানারে বাস টার্মিনালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করা হচ্ছে। এতে ঢাকা থেকে পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা ও ভোলা পথের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থায় যাত্রীবাহী বাস বরিশাল নগরী দিয়ে পার করে দেওয়া হচ্ছে।”
অপরদিকে, বেলা ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করেছেন পরিচালক এ কে এম মশিউল মুনীর।
সংবাদ সম্মেলনে পরিচালক ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে তার নেওয়া পদক্ষেপের বিষয়টি তুলে ধরেন।
এ সময় তিনি জানান, স্বাস্থ্য উপদেষ্টা, সচিব ও মহাপরিচালকের সঙ্গে তার একাধিকবার কথা হয়েছে। তারা সবাই পজিটিভ। দাবি পূরণের ব্যবস্থা নিয়েছেন।
বরিশাল প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম