হাথুরুসিংহের সহকারী সাবেক লঙ্কান কোচ
- আপডেট সময় ০৫:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১৫১ বার পড়া হয়েছে
বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কা দলের সাবেক প্রধান কোচ নিক পোথাস। দক্ষিণ আফ্রিকান সাবেক এই ব্যাটারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ৪৯ বছর বয়সী এই কোচ আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগার শিবিরে যোগ দেবেন। বাংলাদেশ শিবিরে কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত পোথাস বলেছেন, ‘আমি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পেরে সম্মানিত।
বাংলাদেশে প্রতিভার গভীরতা ও বিন্যাস ব্যতিক্রমী এবং আমি বিশ্বাস করি আমাদের সামনে কিছু রোমাঞ্চকর সময় রয়েছে।’সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের কোচিংয়ে এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞাত রয়েছে। শ্রীলঙ্কার পর ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন ২০১৮-২০১৯ পর্যন্ত। এছাড়া উভয় দলের ফিল্ডিং কোচও ছিলেন পোথাস। সবশেষ ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব হ্যাম্পশায়ারের উইকেটকিপিং কোচ ছিলেন পোথাস।
খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ৩টি ওয়ানডে ম্যাচে খেলেছেন নিক পোথাস। তবে সাবেক এই উইকেট কিপার ব্যাটসম্যান হ্যাম্পশায়ারের হয়ে দীর্ঘদিন কাউন্টি ক্রিকেট খেলেছেন। ২১৮টি প্রথম শ্রেণির ম্যাচে মাঠে নেমেছেন তিনি। যেখানে ২৪টি সেঞ্চুরি ও ৬১টি ফিফটিতে ১১ হাজার ৪৩৮ রান করেন পোথাস।