১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
হাবিবের নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘দিলানা’ প্রকাশ হয়েছে।

হাবিব ওয়াহিদএর নতুন গান ‘দিলানা’

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৯:১৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

‘দিলানা’ গানের পোস্টার। ছবি: হাবিব ওয়াহিদের ফেইসবুক থেকে নেওয়া।

 

শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে এসেছেন গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ।

হাবিব বিনোদন ডেস্ক – বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ‘দিলানা’ শিরোনামের গানটি শুনতে চাইলে ঢুঁ মারতে হবে তার নিজস্ব ইউটিউব চ্যানেলেএ, কারণ ওখানেই প্রকাশ হয়েছে গানটি।

এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্ম স্পটিফাই, অ্যাপল মিউজিক, স্বাধীনসহ সব আন্তর্জাতিক স্ট্রিমিং অ্যাপেও গানটি প্রকাশ হয়েছে।

‘দিলানা দিলানা তুমি তো দিলানা, কত আশা মরে গেল মন তো দিলানা’ গানের এমন কথাগুলো লিখেছেন আলী বাকের যিকু। গানটির সুর, সংগীতায়োজন ও প্রযোজনায় রয়েছেন হাবিব নিজেই। বাঁশিতে ছিলেন কামরুল।

গান নিয়ে হাবিব বিনোদন ডেস্ককে বলেন, “‘দিলানা’ গানের সুরের উপরে কথাগুলো লেখা হয়েছে। একেকটা সুর একেকটা অনুভূতি থেকে আসে, এটাও এক অনুভূতি থেকেই তৈরি। পরে মনে হয়েছে এটা নিয়ে একটা গান হওয়া উচিত। তারপর গানের এই সহজ কথাগুলো লিখে দিয়েছে যিকু।”

গান প্রকাশের পর কেমন সাড়া পাচ্ছেন প্রশ্নে হাবিব বলেন, “গানটা তো মাত্রই বের হয়েছে। তবে অনেকেই বলছেন সুর আর ধরনটা অনেকটা আমার আগের গানের মত, তাদের শুনতে ভালো লেগেছে। পুরো কম্বিনেশনটাই পছন্দ করেছেন অনেকে।”

গেল মাসে প্রচার হওয়া ‘হৃদয়ের কথা’ নামের নাটকে হাবিবের ‘ভালোবাসি শুধু যে তোমারে’ গানটিও বেশ ‘সাড়া’ পায়।

ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে নাটকের গানটিতে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন ন্যান্সি।

‘ভালোবাসি শুধু যে তোমারে’ গানটি নিয়ে হাবিব কথায় কথায়য় গ্লিটজকে বলেন, এ গানটি ইমরানের সুর ও সংগীতায়োজনে করা। এটাও তার ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা।

তা কেমন জানতে চাইলে হাবিব বলেন, “ইদানিং আমি অন্যদের সুর ও সংগীতে কাজ করছি। যারা মনে করছেন আমার কণ্ঠকে একটু অন্যরকমভাবে উপস্থাপন করা যায়। আমিও এটাকে এক্সপিরিমেন্টাল হিসেবে দেখছি।

“আমি তো সবসময় আমার সুর ও সংগীত নিয়ে গান করি, আরেকজন যদি আমার কণ্ঠকে চিন্তা করে ভিন্ন কিছু করতে পারে সেটা ইতিবাচক বলেই আমার মনে হয়। সেই ধারাবাহিকতায় এই গান করা।”

কাজের ব্যস্ততা নিয়ে এই শিল্পী বলেছেন তার গান নিয়মিত প্রচার হচ্ছে।

কনসার্ট নিয়ে বলেন, “গরমে তো কনসার্ট থাকে না। এমনই বিজ্ঞাপনের মিউজিক, আমার চ্যানেলে গান আসছে। এভাবেই টুকটাক কাজ করে সময় কেটে যায়। আমি তো খুব বেশি প্রেশার নিয়ে কাজ করতে পছন্দ করি না।”

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

হাবিবের নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘দিলানা’ প্রকাশ হয়েছে।

হাবিব ওয়াহিদএর নতুন গান ‘দিলানা’

আপডেট সময় ০৯:১৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

 

শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে এসেছেন গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ।

হাবিব বিনোদন ডেস্ক – বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ‘দিলানা’ শিরোনামের গানটি শুনতে চাইলে ঢুঁ মারতে হবে তার নিজস্ব ইউটিউব চ্যানেলেএ, কারণ ওখানেই প্রকাশ হয়েছে গানটি।

এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্ম স্পটিফাই, অ্যাপল মিউজিক, স্বাধীনসহ সব আন্তর্জাতিক স্ট্রিমিং অ্যাপেও গানটি প্রকাশ হয়েছে।

‘দিলানা দিলানা তুমি তো দিলানা, কত আশা মরে গেল মন তো দিলানা’ গানের এমন কথাগুলো লিখেছেন আলী বাকের যিকু। গানটির সুর, সংগীতায়োজন ও প্রযোজনায় রয়েছেন হাবিব নিজেই। বাঁশিতে ছিলেন কামরুল।

গান নিয়ে হাবিব বিনোদন ডেস্ককে বলেন, “‘দিলানা’ গানের সুরের উপরে কথাগুলো লেখা হয়েছে। একেকটা সুর একেকটা অনুভূতি থেকে আসে, এটাও এক অনুভূতি থেকেই তৈরি। পরে মনে হয়েছে এটা নিয়ে একটা গান হওয়া উচিত। তারপর গানের এই সহজ কথাগুলো লিখে দিয়েছে যিকু।”

গান প্রকাশের পর কেমন সাড়া পাচ্ছেন প্রশ্নে হাবিব বলেন, “গানটা তো মাত্রই বের হয়েছে। তবে অনেকেই বলছেন সুর আর ধরনটা অনেকটা আমার আগের গানের মত, তাদের শুনতে ভালো লেগেছে। পুরো কম্বিনেশনটাই পছন্দ করেছেন অনেকে।”

গেল মাসে প্রচার হওয়া ‘হৃদয়ের কথা’ নামের নাটকে হাবিবের ‘ভালোবাসি শুধু যে তোমারে’ গানটিও বেশ ‘সাড়া’ পায়।

ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে নাটকের গানটিতে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন ন্যান্সি।

‘ভালোবাসি শুধু যে তোমারে’ গানটি নিয়ে হাবিব কথায় কথায়য় গ্লিটজকে বলেন, এ গানটি ইমরানের সুর ও সংগীতায়োজনে করা। এটাও তার ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা।

তা কেমন জানতে চাইলে হাবিব বলেন, “ইদানিং আমি অন্যদের সুর ও সংগীতে কাজ করছি। যারা মনে করছেন আমার কণ্ঠকে একটু অন্যরকমভাবে উপস্থাপন করা যায়। আমিও এটাকে এক্সপিরিমেন্টাল হিসেবে দেখছি।

“আমি তো সবসময় আমার সুর ও সংগীত নিয়ে গান করি, আরেকজন যদি আমার কণ্ঠকে চিন্তা করে ভিন্ন কিছু করতে পারে সেটা ইতিবাচক বলেই আমার মনে হয়। সেই ধারাবাহিকতায় এই গান করা।”

কাজের ব্যস্ততা নিয়ে এই শিল্পী বলেছেন তার গান নিয়মিত প্রচার হচ্ছে।

কনসার্ট নিয়ে বলেন, “গরমে তো কনসার্ট থাকে না। এমনই বিজ্ঞাপনের মিউজিক, আমার চ্যানেলে গান আসছে। এভাবেই টুকটাক কাজ করে সময় কেটে যায়। আমি তো খুব বেশি প্রেশার নিয়ে কাজ করতে পছন্দ করি না।”

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম