০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
“কোমলমতি শিশু শিক্ষার্থী যারা আহত হয়েছে, তারা দ্রুত সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক—এই প্রার্থনা করছি।”

হাসপাতালে অযথা ভিড় করবেন না, চিকিৎসায় বিঘ্ন হতে পারে: হানিফ সংকেত

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৭:৫০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

 

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত।

পাশাপাশি নির্বিঘ্নে চিকিৎসা সেবা চালিয়ে নেওয়ার জন্য হাসপাতালে ‘অযথা’ ভিড় না বাড়ানো এ আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার ফেইসবুকে এক পোস্টে এ কথা লিখেছেন হানিফ সংকেত।

বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে; আহত ও দগ্ধ হয়েছেন দেড় শতাধিক।

দুর্ঘটনাস্থল থেকে আহত ও দগ্ধদের রিকশা, ঠেলাগাড়িসহ বিভিন্ন বাহনে করে সরিয়ে নিতে দেখা যায়। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সে করে তাদের পাঠানো হয় হাসপাতালে।

তাদের একটি অংশকে প্রাথমিকভাবে ঢাকা সিএমএইচ, উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল, কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে নেওয়া হয়। দগ্ধদের অধিকাংশকে পরে পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

এরপর সন্তানের খোঁজে হাসপাতালগুলোয় অভিভাবক ও স্বজনরা ভিড় করে। তবে উৎসুক জনতার ভিড়ে হাসপাতালের চিকিৎসা সেবা দেওয়া এক সময়ে সমস্যা হয়ে দাঁড়ায় বলেও সোশাল মিডিয়ায় খবর আসে।

দেশের ইতিহাসে স্মরণকালের এই বিমান দুর্ঘটনায় নিজের মনের অবস্থা বোঝাতে হানিফ সংকেত লিখেছেন তিনি ‘স্তব্ধ, বাক্‌রুদ্ধ, গভীর শোকাহত’।

“এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে অকস্মাৎ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

 

 

হানিফ সংকেত আরো লিখেছেন, “ মহান আল্লাহ রাব্বুল আলামিন নিহতদের পরিবারকে যেন এই শোক সহ্য করার ক্ষমতা দান করেন। দুর্ঘটনার সময় শিশুদের আর্তচিৎকারে পুরো ক্যাম্পাস ভারী হয়ে ওঠে। বিমান দুর্ঘটনায় এতগুলো শিশুর মৃত্যু ইতিপূর্বে ঘটেনি।”

আহতের চিকিৎসায় সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হানিফ সংকেত।

“কোমলমতি শিশু শিক্ষার্থী যারা আহত হয়েছে, তারা দ্রুত সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক—এই প্রার্থনা করছি। সবার প্রতি অনুরোধ, রক্তদানে এগিয়ে আসুন। হাসপাতালে অযথা ভিড় করবেন না, তাতে চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটতে পারে।”

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি শোক জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর কথা বলে ফেইসবুকে পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, নাটক-সিনেমার অভিনেত্রী জয়া আহসান, মেহজাবিন চৌধুরী, তাসনিয়া ফারিণ, তর্মা মির্জা, সাদিয়া আয়মান অভিনেতা সজল নূর, জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহবুব, পরিচালক চয়নিকা চৌধুরী, সংগীতশিল্পী আঁখি আলমগীরসহ আরো অনেকে।

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

“কোমলমতি শিশু শিক্ষার্থী যারা আহত হয়েছে, তারা দ্রুত সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক—এই প্রার্থনা করছি।”

হাসপাতালে অযথা ভিড় করবেন না, চিকিৎসায় বিঘ্ন হতে পারে: হানিফ সংকেত

আপডেট সময় ০৭:৫০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

 

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত।

পাশাপাশি নির্বিঘ্নে চিকিৎসা সেবা চালিয়ে নেওয়ার জন্য হাসপাতালে ‘অযথা’ ভিড় না বাড়ানো এ আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার ফেইসবুকে এক পোস্টে এ কথা লিখেছেন হানিফ সংকেত।

বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে; আহত ও দগ্ধ হয়েছেন দেড় শতাধিক।

দুর্ঘটনাস্থল থেকে আহত ও দগ্ধদের রিকশা, ঠেলাগাড়িসহ বিভিন্ন বাহনে করে সরিয়ে নিতে দেখা যায়। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সে করে তাদের পাঠানো হয় হাসপাতালে।

তাদের একটি অংশকে প্রাথমিকভাবে ঢাকা সিএমএইচ, উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল, কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে নেওয়া হয়। দগ্ধদের অধিকাংশকে পরে পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

এরপর সন্তানের খোঁজে হাসপাতালগুলোয় অভিভাবক ও স্বজনরা ভিড় করে। তবে উৎসুক জনতার ভিড়ে হাসপাতালের চিকিৎসা সেবা দেওয়া এক সময়ে সমস্যা হয়ে দাঁড়ায় বলেও সোশাল মিডিয়ায় খবর আসে।

দেশের ইতিহাসে স্মরণকালের এই বিমান দুর্ঘটনায় নিজের মনের অবস্থা বোঝাতে হানিফ সংকেত লিখেছেন তিনি ‘স্তব্ধ, বাক্‌রুদ্ধ, গভীর শোকাহত’।

“এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে অকস্মাৎ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

 

 

হানিফ সংকেত আরো লিখেছেন, “ মহান আল্লাহ রাব্বুল আলামিন নিহতদের পরিবারকে যেন এই শোক সহ্য করার ক্ষমতা দান করেন। দুর্ঘটনার সময় শিশুদের আর্তচিৎকারে পুরো ক্যাম্পাস ভারী হয়ে ওঠে। বিমান দুর্ঘটনায় এতগুলো শিশুর মৃত্যু ইতিপূর্বে ঘটেনি।”

আহতের চিকিৎসায় সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হানিফ সংকেত।

“কোমলমতি শিশু শিক্ষার্থী যারা আহত হয়েছে, তারা দ্রুত সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক—এই প্রার্থনা করছি। সবার প্রতি অনুরোধ, রক্তদানে এগিয়ে আসুন। হাসপাতালে অযথা ভিড় করবেন না, তাতে চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটতে পারে।”

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি শোক জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর কথা বলে ফেইসবুকে পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, নাটক-সিনেমার অভিনেত্রী জয়া আহসান, মেহজাবিন চৌধুরী, তাসনিয়া ফারিণ, তর্মা মির্জা, সাদিয়া আয়মান অভিনেতা সজল নূর, জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহবুব, পরিচালক চয়নিকা চৌধুরী, সংগীতশিল্পী আঁখি আলমগীরসহ আরো অনেকে।

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম