১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাস্কা বৈঠক ইউক্রেইন যুদ্ধ অবসানের চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ার পর এবার জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের নিয়ে এই বৈঠক হতে চলেছে সোমবার।

হোয়াইট হাউজে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৭:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সোমবার হোয়াইট হাউজে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইউরোপীয় নেতারা।

বেশ কয়েকটি ইউরোপীয় দেশের নেতারা বলেছেন, তারা হোয়াইট হাউজের বৈঠকে যোগ দেবেন। এর মধ্যে আছেন- ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির ফ্রিডরিশ মের্ৎস এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনও।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের সামরিক ঘাঁটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন ট্রাম্প। পরদিন ট্রাম্প জেলেনস্কিকে সোমবার হোয়াইট হাউজে বৈঠক করার আমন্ত্রণ জানান।

বৈঠক করতে হোয়াইট হাউজে যাচ্ছেন জেলেনস্কি। ওদিকে, ইউরোপীয় কমিশনের প্রেসিডন্টে উরসুলা ফন ডার লিয়েনও জানিয়েছেন, তিনি ও অন্যান্য ইউরোপীয় নেতারাও সোমবার হোয়াইট হাউজে যাচ্ছেন।

তবে কোন কোন নেতারা হোযাইট বৈঠকে যোগ দেবেন তা নির্দিষ্ট করে জানান নি তিনি। লিয়েন এক্সে বলেন, “আজ (রোববার) বিকালে আমি ব্রাসেলসে জেলেনস্কিকে আমন্ত্রণ জানাব। আমরা একসঙ্গে ‘কোয়ালিশন অব উইলিং’ এ অংশ নেব।

এরপর জেলেনস্কির অনুরোধে আমি আগামীকাল (সোমবার) হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেব।”

বিবিসি’র এক সংবাদদাতা লিখেছেন, ইউরাপীয় নেতারা ট্রাম্পকে এটিই দেখানোর চেষ্টা করছেন যে, তিনি যে শান্তিচুক্তি করতে চাইছেন সেটির জন্য ইউরোপ গুরুত্বপূর্ণ।

হোয়াইট হাউজের বৈঠকে বসার আগে রোববার ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের নেতারা জেলেনস্কি এবং অন্যান্য মিত্রদের সঙ্গে ইউক্রেইন যুদ্ধ নিয়ে ফোনে কথা বলবেন।

পুতিনের সঙ্গে ট্রাম্পের শুক্রবারের আলাস্কার বৈঠক ইউক্রেইন যুদ্ধ অবসানের চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ার পর এবার জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের নিয়ে এই বৈঠক হতে যাচ্ছে।

ট্রাম্প ইউক্রেইনে যুদ্ধবিরতি নয় বরং একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছতে চাইছেন। ট্রাম্প সম্ভবত বৈঠকে জেলেনস্কির কাছে রাশিয়ার সঙ্গে চুক্তির একটি প্রস্তাব দেবেন।

জার্মান সরকার এক বিবৃবিতে বলেছে, চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস সোমবার হোয়াইট হাউজের বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন যাবেন।

চ্যান্সেলরের মুখপাত্র বলেন, “আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর ফ্রিডরিশ ম্যার্ৎসের এই বৈঠকে ট্রাম্পের সঙ্গে তথ্য আদান প্রদান হবে।

“বৈঠকে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে ম্যার্ৎস শান্তি প্রচেষ্টার অবস্থা নিয়ে আলোচনা করবেন এবং ইউক্রেইনে দ্রুত একটি শান্তিচুক্তি হওয়ার বিষয়ে জার্মানির আগ্রহের বিষয়টি তুলে ধরবেন।

“আলোচনায় অন্যান্য বিষয়ের মধ্যে স্থান পাবে নিরাপত্তার নিশ্চয়তা, ভুমি সংক্রান্ত বিষয় এবং রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেইনের সুরক্ষায় তাদেরকে অবিরাম সমর্থন দিয়ে যাওয়ার বিষয়টি। এর মধ্যে আছে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার চাপ বহাল রাখার বিষয়টিও।”

 

 

আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাস্কা বৈঠক ইউক্রেইন যুদ্ধ অবসানের চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ার পর এবার জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের নিয়ে এই বৈঠক হতে চলেছে সোমবার।

হোয়াইট হাউজে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

আপডেট সময় ০৭:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সোমবার হোয়াইট হাউজে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইউরোপীয় নেতারা।

বেশ কয়েকটি ইউরোপীয় দেশের নেতারা বলেছেন, তারা হোয়াইট হাউজের বৈঠকে যোগ দেবেন। এর মধ্যে আছেন- ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির ফ্রিডরিশ মের্ৎস এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনও।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের সামরিক ঘাঁটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন ট্রাম্প। পরদিন ট্রাম্প জেলেনস্কিকে সোমবার হোয়াইট হাউজে বৈঠক করার আমন্ত্রণ জানান।

বৈঠক করতে হোয়াইট হাউজে যাচ্ছেন জেলেনস্কি। ওদিকে, ইউরোপীয় কমিশনের প্রেসিডন্টে উরসুলা ফন ডার লিয়েনও জানিয়েছেন, তিনি ও অন্যান্য ইউরোপীয় নেতারাও সোমবার হোয়াইট হাউজে যাচ্ছেন।

তবে কোন কোন নেতারা হোযাইট বৈঠকে যোগ দেবেন তা নির্দিষ্ট করে জানান নি তিনি। লিয়েন এক্সে বলেন, “আজ (রোববার) বিকালে আমি ব্রাসেলসে জেলেনস্কিকে আমন্ত্রণ জানাব। আমরা একসঙ্গে ‘কোয়ালিশন অব উইলিং’ এ অংশ নেব।

এরপর জেলেনস্কির অনুরোধে আমি আগামীকাল (সোমবার) হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেব।”

বিবিসি’র এক সংবাদদাতা লিখেছেন, ইউরাপীয় নেতারা ট্রাম্পকে এটিই দেখানোর চেষ্টা করছেন যে, তিনি যে শান্তিচুক্তি করতে চাইছেন সেটির জন্য ইউরোপ গুরুত্বপূর্ণ।

হোয়াইট হাউজের বৈঠকে বসার আগে রোববার ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের নেতারা জেলেনস্কি এবং অন্যান্য মিত্রদের সঙ্গে ইউক্রেইন যুদ্ধ নিয়ে ফোনে কথা বলবেন।

পুতিনের সঙ্গে ট্রাম্পের শুক্রবারের আলাস্কার বৈঠক ইউক্রেইন যুদ্ধ অবসানের চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ার পর এবার জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের নিয়ে এই বৈঠক হতে যাচ্ছে।

ট্রাম্প ইউক্রেইনে যুদ্ধবিরতি নয় বরং একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছতে চাইছেন। ট্রাম্প সম্ভবত বৈঠকে জেলেনস্কির কাছে রাশিয়ার সঙ্গে চুক্তির একটি প্রস্তাব দেবেন।

জার্মান সরকার এক বিবৃবিতে বলেছে, চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস সোমবার হোয়াইট হাউজের বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন যাবেন।

চ্যান্সেলরের মুখপাত্র বলেন, “আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর ফ্রিডরিশ ম্যার্ৎসের এই বৈঠকে ট্রাম্পের সঙ্গে তথ্য আদান প্রদান হবে।

“বৈঠকে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে ম্যার্ৎস শান্তি প্রচেষ্টার অবস্থা নিয়ে আলোচনা করবেন এবং ইউক্রেইনে দ্রুত একটি শান্তিচুক্তি হওয়ার বিষয়ে জার্মানির আগ্রহের বিষয়টি তুলে ধরবেন।

“আলোচনায় অন্যান্য বিষয়ের মধ্যে স্থান পাবে নিরাপত্তার নিশ্চয়তা, ভুমি সংক্রান্ত বিষয় এবং রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেইনের সুরক্ষায় তাদেরকে অবিরাম সমর্থন দিয়ে যাওয়ার বিষয়টি। এর মধ্যে আছে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার চাপ বহাল রাখার বিষয়টিও।”

 

 

আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম