১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
শিরোনাম
সারা দেশে গত এক দিনে আরো ২১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
২১ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
- আপডেট সময় ০৬:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / ১৫৩ বার পড়া হয়েছে
সারা দেশে গত এক দিনে আরো ২১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে ২১ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪ দশমিক ৭৬ শতাংশ।
নতুন করে ২১ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৮ জনে। আর নতুন করে মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৫১৮ জনে অপরিবর্তিত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
নিজস্ব প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম