১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
‘এফ ওয়ান’ বিশ্বব্যাপী মুক্তি পাবে শুক্রবার।

২৪ বছর পর ক্রুজ-পিট এক ফ্রেমে, কীসের ঈঙ্গিত

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৫:১৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ১৬৫ বার পড়া হয়েছে

হলিউডের এই দুই সুপারস্টারকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত তাদের ভক্তরাও। সবশেষ ২০০১ সালে ‘আমেরিকা: আ ট্রিবিউট টু হিরোজ’ কনসার্টে ক্রুজ ও পিটকে একসঙ্গে পাওয়া গিয়েছিল।

 

‘এফ ওয়ান’ নামের যে সিনেমা নিয়ে চলতি মাসে পড় পর্দায় আসছেন হলিউডি অভিনেতা ব্র্যাড পিট। লন্ডনের লেস্টার স্কয়ারে সেই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠান ঝলমল করে ওঠে আরেক তারকাভিনেতার উপস্থিতিতে। তিনি হলেন টম ক্রুজ। প্রায় সমবয়সী দুই অভিনেতা এক ফ্রেমে বন্দি হলেন ২৪ বছর পর।

 

হলিউডের এই দুই সুপারস্টারকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত তাদের ভক্তরাও। সবশেষ ২০০১ সালে ‘আমেরিকা: আ ট্রিবিউট টু হিরোজ’ কনসার্টে ক্রুজ ও পিটকে একসঙ্গে পাওয়া গিয়েছিল।

 

এ বছর হলিউডের সবচেয়ে বড় দুটি সিনেমার প্রধান মুখ ক্রুজ ও পিট। টম ক্রুজের ‘মিশন: ইম্পসিবল-দ্য ফাইনাল রেকনিং’ এরই মধ্যে মুক্তি পেয়েছে, যা ব্যবসা করছে চুটিয়ে। আর ক্রুজের আরেকটি সফল সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’ এর নির্মাতা জোসেফ কোসিনস্কি ব্র্যাড পিটকে নিয়ে বানিয়েছেন ‘এফ ওয়ান’।

‘এফ ওয়ানের’ প্রিমিয়ারে ক্রুজ ও পিটের পুনর্মিলনী প্রত্যাশা তৈরি করেছে, হয়ত শিগগিরই কোনো সিনেমাতেও একসঙ্গে পাওয়া যাবে তাদের।

১৯৯৪ সালে ‘ইন্টারভিউ উইদ দ্য ভ্যাম্পায়ার’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন ক্রুজ ও পিট। তিন দশক পর নতুন কোনো কাজে যদি তারা একসাথে হন, তাহলে তা হবে হলিউডের সাম্প্রতিক সময়ের দারুণ একটি বিষয়।

‘এফ ওয়ান’ বিশ্বব্যাপী মুক্তি পাবে শুক্রবার। এই সিনেমা ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনেক দিন ধরে।

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

‘এফ ওয়ান’ বিশ্বব্যাপী মুক্তি পাবে শুক্রবার।

২৪ বছর পর ক্রুজ-পিট এক ফ্রেমে, কীসের ঈঙ্গিত

আপডেট সময় ০৫:১৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

 

‘এফ ওয়ান’ নামের যে সিনেমা নিয়ে চলতি মাসে পড় পর্দায় আসছেন হলিউডি অভিনেতা ব্র্যাড পিট। লন্ডনের লেস্টার স্কয়ারে সেই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠান ঝলমল করে ওঠে আরেক তারকাভিনেতার উপস্থিতিতে। তিনি হলেন টম ক্রুজ। প্রায় সমবয়সী দুই অভিনেতা এক ফ্রেমে বন্দি হলেন ২৪ বছর পর।

 

হলিউডের এই দুই সুপারস্টারকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত তাদের ভক্তরাও। সবশেষ ২০০১ সালে ‘আমেরিকা: আ ট্রিবিউট টু হিরোজ’ কনসার্টে ক্রুজ ও পিটকে একসঙ্গে পাওয়া গিয়েছিল।

 

এ বছর হলিউডের সবচেয়ে বড় দুটি সিনেমার প্রধান মুখ ক্রুজ ও পিট। টম ক্রুজের ‘মিশন: ইম্পসিবল-দ্য ফাইনাল রেকনিং’ এরই মধ্যে মুক্তি পেয়েছে, যা ব্যবসা করছে চুটিয়ে। আর ক্রুজের আরেকটি সফল সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’ এর নির্মাতা জোসেফ কোসিনস্কি ব্র্যাড পিটকে নিয়ে বানিয়েছেন ‘এফ ওয়ান’।

‘এফ ওয়ানের’ প্রিমিয়ারে ক্রুজ ও পিটের পুনর্মিলনী প্রত্যাশা তৈরি করেছে, হয়ত শিগগিরই কোনো সিনেমাতেও একসঙ্গে পাওয়া যাবে তাদের।

১৯৯৪ সালে ‘ইন্টারভিউ উইদ দ্য ভ্যাম্পায়ার’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন ক্রুজ ও পিট। তিন দশক পর নতুন কোনো কাজে যদি তারা একসাথে হন, তাহলে তা হবে হলিউডের সাম্প্রতিক সময়ের দারুণ একটি বিষয়।

‘এফ ওয়ান’ বিশ্বব্যাপী মুক্তি পাবে শুক্রবার। এই সিনেমা ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনেক দিন ধরে।

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম