শপথের তারিখ থেকে দুই বছরের জন্য তাদের এ নিয়োগ দেওয়া হয়।
২৫ নতুন বিচারক পাচ্ছে হাই কোর্ট

- আপডেট সময় ০২:০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে
হাই কোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
রাষ্ট্রপতির আদেশে সোমবার তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শপথের তারিখ থেকে দুই বছরের জন্য তাদের এ নিয়োগ দেওয়া হয়।
এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৮ অক্টোবর হাই কোর্ট বিভাগে ২৩ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
নতুন বিচারকদের মধ্যে জেলা আদালতের বিচারকসহ ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী এবং ৭ জন আইন কর্মকর্তা (ডেপুটি অ্যাটর্নি জেনারেল) রয়েছেন।
নতুন বিচারকরা হলেন
আনোয়ারুল ইসলাম (শাহীন), সাইফুল ইসলাম, মো. নুরুল ইসলাম, শেখ আবু তাহের, আজিজ আহমদ ভূঞা, রাজিউদ্দিন আহমেদ, ফয়সল হাসান আরিফ, এস এম সাইফুল ইসলাম, মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, দিহিদার মাসুম কবীর, জেসমিন আরা বেগম, মুরাদ-এ-মাওলা সোহেল, জাকির হোসেন, মো. রাফিজুল ইসলাম, মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, ফাতেমা আনোয়ার, মাহমুদ হাসান, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, এ এফ এম সাইফুল করিম, উর্মি রহমান এবং এস এম ইফতেখার উদ্দিন মাহামুদ।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এখন হাই কোর্ট বিভাগে ৮৮ জন বিচারকের নাম আছে। তাদের মধ্যে ২৩ জন অতিরিক্ত বিচারপতি।
রীতি অনুযায়ী নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর তিন দিন পর দায়িত্ব নেয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
ক্ষমতার এই পালাবদলের মধ্যে আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ১০ অগাস্ট পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
এর কয়েক ঘণ্টার মধ্যে রাত সাড়ে ৯টার দিকে নতুন প্রধান বিচারপতি হিসেবে হাই কোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেওয়া হয়।
নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম