৪২৫ আমদানি পণ্যে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব
- আপডেট সময় ০৮:৪৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / ১০২ বার পড়া হয়েছে
আগামী অর্থবছরে ২৩৪টি আমদানি পণ্যের সম্পূরক শুল্ক (এসডি) ও ১৯১টি আমদানি পণ্যের নিয়ন্ত্রক শুল্ক (আরডি) প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরে এই প্রস্তাব সহায়তা করবে। রেগুলেটরি ডিউটি ও সম্পূরক শুল্ক পর্যায়ক্রমে প্রত্যাহার করার অংশ হিসেবে আগামী অর্থবছরে শুল্ক কর হ্রাসের জন্য কিছু পণ্য নির্বাচন করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ক্ষেত্রে মূল বিবেচ্য হচ্ছে সামাজিকভাবে অনভিপ্রেত নয় এবং বিলাসী পণ্য নয়, নির্বাচিত পণ্যের আমদানি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ তৈরি করবে না, পণ্যসমূহ অধিকাংশ ক্ষেত্রে দেশে উৎপাদিত হয় না, শুল্ক হ্রাস করার পরও দেশীয় উৎপাদিত পণ্য আমদানিকৃত সমরূপ পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে ও সংস্কৃতিগত বা বিভিন্ন কারণে নির্বাচিত পণ্যসমূহের দেশে চাহিদা নেই।