অধিনায়ক সালমান আলি আগার অপরাজিত ফিফটির পর বোলারদের নৈপুণ্যে ত্রিদ
৪ রানে ৫ উইকেটের পর রাশিদের ৫ ছক্কার ঝড় থামিয়ে পাকিস্তানের জয়

- আপডেট সময় ১২:৫২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
১১ ওভারে ২ উইকেটে ৯৩ রান। বেশ ভালোভাবেই তখন লড়াইয়ে টিকে আফগানিস্তান। কিন্তু ১৭ বলের একটা ঝড়ে বদলে গেল চিত্র। ৪ রানের মধ্যে বিদায় নিলেন পাঁচ জন ব্যাটসম্যান। পরে রাশিদ খান ঝড়ো ব্যাটিংয়ে চেষ্টা করলেও যথেষ্ট হলো না তা। সালমান আলি আগার ফিফটির পর বোলারদের নৈপুণ্যে শেষ পর্যন্ত বড় জয়ই পেল পাকিস্তান।
সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের জয় ৩৯ রানে।
সালমানের ৩৬ বলে অপরাজিত ৫৩ ও কয়েকটি ক্যামিও ইনিংসে ১৮২ রানের পুঁজি গড়ে পাকিস্তান। জবাবে একপর্যায়ে শক্ত অবস্থানে থেকে এক বল বাকি থাকতে ১৪৩ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।
কেবল তিন জন বিশেষজ্ঞ বোলার নিয়ে ধরা দিল পাকিস্তানের এই জয়। সেই তিন জন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও সুফিয়ান মুকিম মিলে শিকার ধরেন ৮টি। ৩১ রানে ৪ উইকেট নিয়ে দলের সফলতম বোলার রউফ।
শারজাহতে শুক্রবার টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে একটি করে ছক্কা ও চার মেরে শুরু করেন সাহিবজাদা ফারহান। তৃতীয় ওভারে আরেকটি ছক্কার পর ক্যাচ দিয়ে বিদায় নেন ২৯ বছর বয়সী ওপেনার (১০ বলে ২১)।
খুব একটা স্বস্তিতে খেলতে পারেননি আরেক ওপেনার সাইম আইয়ুব। পাওয়ার প্লের শেষ ওভারে তাকে (১৬ বলে ১৪) বিদায় করেন আফগান অধিনায়ক রাশিদ। চোট কাটিয়ে ফেরা ফাখার জামান (১৭ বলে ২০) বিদায় নেন পরের ওভারে।
পাঁচ নম্বরে নেমে ৯ রান করতে ১৩ বল খেলেন হাসান নাওয়াজ। পঞ্চম উইকেটে ইনিংস সেরা ৫৩ রানের জুটিতে দলকে এগিয়ে নেন মোহাম্মদ নাওয়াজ ও সালমান।
২ ছক্কা ও এক চারে ১১ বলে ২১ রান করেন মোহাম্মদ নাওয়াজ। সালমান চতুর্থ টি-টোয়েন্টি ফিফটি করেন ৩৩ বলে। ১৩ বলে ১৫ রান করে শেষ ওভারে আউট হন মোহাম্মদ হারিস।
একটি করে চার ও ছক্কায় ৫ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন ফাহিম আশরাফ। সালমানের ইনিংসে চার ও ছক্কা সমান তিনটি করে।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম