০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
সরকারি উন্নয়ন তহবিল ও করপোরেশনের রাজস্ব খাত থেকে টাকা তুলে বিদেশে পাচার করা হয়েছে, বলছে দুদক।

‘৭৫০০ কোটি টাকা আত্মসাৎ’: সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

মইদুল হাসান - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১২:৪৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ৪৩ বার পড়া হয়েছে

 

প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এতে তার সঙ্গে আসামি করা হয়েছে করপোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়াকে।

সোমবার দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে গাজীপুরে দুদক কার্যালয়ে মামলাটি করেন বলে তথ্য দিয়েছেন কমিশনের উপপরিচালক আকতারুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ২৭ জুন থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নগর ভবনসহ গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্পে ভুয়া দরপত্র, আরএফকিউ, বিল প্রস্তুত, মজুরিভিত্তিক কর্মী নিয়োগ, ভুয়া সভা, অনুদান, আপ্যায়ন, ইজারা খাতসহ বহু খাতে কাজ না করেই বিপুল অর্থ আত্মসাৎ করা হয়।

এ অর্থ সরকারি উন্নয়ন তহবিল ও করপোরেশনের রাজস্ব খাত থেকে কৌশলে তুলে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

দুদক বলছে, সাড়ে সাত হাজার কোটি টাকার মধ্যে রাজস্ব তহবিল থেকে ১৩৬ কোটি, টেন্ডার/আরএফকিউ থেকে ১২৮ কোটি, বিশ্ব ইজতেমার নামে ৯ কোটি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ২ কোটি, উন্নয়ন তহবিল থেকে রাজস্ব তহবিলে স্থানান্তরের নামে ৯৯৯ কোটি টাকা, রাস্তা প্রশস্তকরণের নামে ৭২ কোটি টাকা আত্মসাৎ করা হয়।

দৈনিক মজুরিভিত্তিক কর্মী ও করোনা খাতে ভুয়া বিলের মাধ্যমে প্রায় শত কোটি টাকা এবং হাট-বাজার ইজারা ও ট্রাফিক নিয়োগ খাতেও বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, প্রিমিয়ার ব্যাংকের কোনাবাড়ী শাখায় ভুয়া হিসাব খুলে ২ কোটি ৬ লাখ টাকা তোলা হয়। জাতীয় নির্বাচনের আগেও চেকের মাধ্যমে ১৩ কোটি টাকা তোলা হয়, মসজিদে ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেখিয়ে আরও কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়।

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

সরকারি উন্নয়ন তহবিল ও করপোরেশনের রাজস্ব খাত থেকে টাকা তুলে বিদেশে পাচার করা হয়েছে, বলছে দুদক।

‘৭৫০০ কোটি টাকা আত্মসাৎ’: সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:৪৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

 

প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এতে তার সঙ্গে আসামি করা হয়েছে করপোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়াকে।

সোমবার দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে গাজীপুরে দুদক কার্যালয়ে মামলাটি করেন বলে তথ্য দিয়েছেন কমিশনের উপপরিচালক আকতারুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ২৭ জুন থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নগর ভবনসহ গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্পে ভুয়া দরপত্র, আরএফকিউ, বিল প্রস্তুত, মজুরিভিত্তিক কর্মী নিয়োগ, ভুয়া সভা, অনুদান, আপ্যায়ন, ইজারা খাতসহ বহু খাতে কাজ না করেই বিপুল অর্থ আত্মসাৎ করা হয়।

এ অর্থ সরকারি উন্নয়ন তহবিল ও করপোরেশনের রাজস্ব খাত থেকে কৌশলে তুলে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

দুদক বলছে, সাড়ে সাত হাজার কোটি টাকার মধ্যে রাজস্ব তহবিল থেকে ১৩৬ কোটি, টেন্ডার/আরএফকিউ থেকে ১২৮ কোটি, বিশ্ব ইজতেমার নামে ৯ কোটি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ২ কোটি, উন্নয়ন তহবিল থেকে রাজস্ব তহবিলে স্থানান্তরের নামে ৯৯৯ কোটি টাকা, রাস্তা প্রশস্তকরণের নামে ৭২ কোটি টাকা আত্মসাৎ করা হয়।

দৈনিক মজুরিভিত্তিক কর্মী ও করোনা খাতে ভুয়া বিলের মাধ্যমে প্রায় শত কোটি টাকা এবং হাট-বাজার ইজারা ও ট্রাফিক নিয়োগ খাতেও বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, প্রিমিয়ার ব্যাংকের কোনাবাড়ী শাখায় ভুয়া হিসাব খুলে ২ কোটি ৬ লাখ টাকা তোলা হয়। জাতীয় নির্বাচনের আগেও চেকের মাধ্যমে ১৩ কোটি টাকা তোলা হয়, মসজিদে ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেখিয়ে আরও কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়।

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম