শিরোপা জয়ের জন্য যা যা প্রয়োজন, তার সবকিছু আর্সেনালের আছে বলে মনে করেন দলটির এই স্প্যানিশ কোচ।
৯টি দলের মাঝে প্রিমিয়ার লিগ জয়ের সামর্থ্য দেখছেন আর্তেতা

- আপডেট সময় ০৭:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ৫৯ বার পড়া হয়েছে
আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে বলে মনে করেন মিকেল আর্তেতা। আর্সেনাল কোচের বিশ্বাস, তারাসহ অনেক দলই এবার শিরোপা জয়ের দৌড়ে থাকবে।
গত তিন মৌসুমে প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েছে আর্সেনাল। চলতি গ্রীষ্মের দলবদলে কেপা আরিসাবালাগা, মার্তিন সুবিমেন্দি ও ক্রিস্তিয়ান নোয়াগোকে দলে টেনে স্কোয়াডের শক্তি আরও বাড়িয়েছে আর্তেতার দল। সামনে তাদের আরও খেলোয়াড় কেনার সম্ভাবনাও আছে।
গত ৯ আসরের শিরোপা ভাগাভাগি করে নেওয়া লিভারপুল (২টি), ম্যানচেস্টার সিটি (৬টি) ও চেলসিও (১টি) দলবদলের বাজারে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করেছে।
সিঙ্গাপুরে প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে আর্তেতার কাছে জানতে চাওয়া হয়, আর্সেনালের এখন আরও এক ধাপ এগিয়ে বড় পুরস্কার জয়ের সময় এসেছে কি-না। স্প্যানিশ কোচ তুলে ধরেন তার ভাবনা।
“প্রতি বছর আমাদের দেখতে হয়, দলে সবকিছুর কেমন উন্নতি হচ্ছে। দলে (খেলোয়াড়দের) পরিণত বোধ, অভিজ্ঞতা, তারুণ্য, ক্ষুধা এবং এই সবগুলোর ক্ষেত্রে সঠিক ভারসাম্য দেখতে পাচ্ছি।”
“লিগে আরও ছয়, সাত, আটটি দল রয়েছে, যাদের জয়ের জন্য সঠিক উপকরণ আছে এবং কেবল এক দলই বিজয়ী হবে। তাই আমাদের সেই বিষয়গুলোতে অনেক মনোযোগ দিতে হবে, যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যাতে মৌসুম শেষে আমরা যা চাই, তা অর্জন করতে পারি।”
শিরোপা জয়ের জন্য যা যা প্রয়োজন, তা তাদের আছে বলে মনে করেন কি-না, এমন প্রশ্নে আর্তেতার উত্তর, “হ্যাঁ, আমি তা মনে করি। প্রতি বছর প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়ছে। লড়াইয়ের তীব্রতা বাড়ছে। তাই আমরা জানি, আমাদের চাওয়াও বড় হতে হবে।”
সিঙ্গাপুরে প্রাক-মৌসুম সফরে নিজেদের প্রথম ম্যাচে বুধবার এসি মিলানের মুখোমুখি হবে আর্সেনাল।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম