১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

মণিপুরে তীব্র সংঘর্ষে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় ১২:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / ২০৮ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান রিজার্ভ ফোর্সের ব্যারাক থেকে লুট হওয়া মর্টার কিংবা লাইট মেশিনগানের অবাধ ব্যবহার হলো। শনিবার দিনভর কুকি এবং মেইতেই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হলো মনিপুরের রাজধানী ইমফল। সংঘর্ষ রোববার সকালেও চলেছে। নতুন করে জারি হয়েছে কার্ফু। মোট ৬ জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে বিষ্ণুপুরের কোকটা গ্রামের পিতা পুত্র যুমনাম পেশক মেইতেই এবং যুমনাম জিতেন মেইতেই আছেন। তাঁদের গ্রামে ঢুকে সাতশট্টি বছরের পেশক এবং ছেচল্লিশ বছরের জিতেনকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পরে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পরপরই অশান্তির আগুন জ্বলে ওঠে গোটা মণিপুরজুড়ে। মেইতেই সম্প্রদায় আক্রমণ করে কুকিদের গ্রাম ফজকোন এবং সংদি। পাল্টা আক্রমণ ছড়িয়ে পড়ে তেরাখোনসাঙবি, সংসবি এবং থামান পোক্রিতে।

গুলির লড়াই চলে। রোববার সকালেও পূর্ব ইমফল এ থেকে থেকে গুলির আওয়াজ শোনা যাচ্ছে। প্রায় এক হাজার মেইতেই নারীদের একটি মিছিল বেরিয়েছে ইমফলে, মোদি ও অমিত শাহ এর ছবি নিয়ে এই মিছিলে দুজনের সম্পর্কেই মুর্দাবাদ ধ্বনি উঠেছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

মণিপুরে তীব্র সংঘর্ষে নিহত ৬

আপডেট সময় ১২:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

ইন্ডিয়ান রিজার্ভ ফোর্সের ব্যারাক থেকে লুট হওয়া মর্টার কিংবা লাইট মেশিনগানের অবাধ ব্যবহার হলো। শনিবার দিনভর কুকি এবং মেইতেই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হলো মনিপুরের রাজধানী ইমফল। সংঘর্ষ রোববার সকালেও চলেছে। নতুন করে জারি হয়েছে কার্ফু। মোট ৬ জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে বিষ্ণুপুরের কোকটা গ্রামের পিতা পুত্র যুমনাম পেশক মেইতেই এবং যুমনাম জিতেন মেইতেই আছেন। তাঁদের গ্রামে ঢুকে সাতশট্টি বছরের পেশক এবং ছেচল্লিশ বছরের জিতেনকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পরে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পরপরই অশান্তির আগুন জ্বলে ওঠে গোটা মণিপুরজুড়ে। মেইতেই সম্প্রদায় আক্রমণ করে কুকিদের গ্রাম ফজকোন এবং সংদি। পাল্টা আক্রমণ ছড়িয়ে পড়ে তেরাখোনসাঙবি, সংসবি এবং থামান পোক্রিতে।

গুলির লড়াই চলে। রোববার সকালেও পূর্ব ইমফল এ থেকে থেকে গুলির আওয়াজ শোনা যাচ্ছে। প্রায় এক হাজার মেইতেই নারীদের একটি মিছিল বেরিয়েছে ইমফলে, মোদি ও অমিত শাহ এর ছবি নিয়ে এই মিছিলে দুজনের সম্পর্কেই মুর্দাবাদ ধ্বনি উঠেছে।