১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
শিরোনাম
টানা বৃষ্টিতে প্লাবিত সাতকানিয়ার নিম্নাঞ্চল
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ১১:৫৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / ১৩৩ বার পড়া হয়েছে
তিনদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে সাতকানিয়া উপজেলার নিম্নাঞ্চল। উপজেলার পৌরসদরের বিভিন্ন এলাকায় জলজটসহ প্লাবিত হয়েছে চরতী, বাজালিয়া, এওচিঁয়া, খাগরিয়া, ছদাহাসহ বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল। রাস্তাঘাট পানিতে ডুবে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
পাহাড়ি ঢলে সাঙ্গু ও ডলুনদীসহ উপজেলার ছোট বড় খালের পানি বিপৎসীমা ছুঁই ছুঁই। এছাড়া পাহাড় ধসের শঙ্কা রয়েছে পাহাড় ঘেঁষা বেশ কয়েকটি ইউনিয়নে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে নিয়মিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, দুর্যোগ মোকাবিলার জন্য ১০ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। এ ছাড়া পর্যাপ্ত শুকনো খাবার ও আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা পরিবারকে সরে যেতে মাইকিং করা হয়েছে।
ট্যাগস