রাঙ্গামাটিতে বন্যা দুর্গতদের পাশে সেনাবাহিনী
- আপডেট সময় ০৯:৩০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
- / ২১১ বার পড়া হয়েছে
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ৬ ইস্ট বেঙ্গল বাঘাইহাট সেনা জোন। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে এই ত্রাণ দেওয়া হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৬ বেঙ্গল বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. তৌহিদুর রহমান (পিএসসি)।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে। সকলের সুস্থভাবে বসবাস, নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও উন্নয়নমূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী তথা বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাঘাইহাট সেনা জোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির তারেক (পিএসসি), ৩৬নং সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলশন চাকমা, বাঘাইহাট বাজার সভাপতি জনাব নাজিম উদ্দীন চৌধুরী, ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা রানী চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি।