১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

১৭ ‘জঙ্গি’ নিয়ে নতুন অভিযানে পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • / ১৬৩ বার পড়া হয়েছে

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের জঙ্গি সন্দেহে আটক হওয়া ১৭ জনকে নিয়ে নতুন করে অভিযানে নেমেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি)ইউনিট। মঙ্গলবার সকাল ৭টা থেকে অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।

সিটিটিসি ইউনিট সূত্র জানায়, অঝোরে বৃষ্টি হওয়ার কারণে অভিযান শেষ হতে সময় লাগবে।

সিটিটিসি ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান যুগান্তরকে জানিয়েছেন, অভিযান শেষে হলে সামগ্রিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলা হবে।

এর আগে সোমবার সকালে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাঁশ টিলা বাজার থেকে স্থানীয় জনতার হাতে জঙ্গি সন্দেহে ১৭ জন আটক হয়। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে সিটিটিস প্রধান মো. আসাদুজ্জামান সোমবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, আটকক ব্যক্তিরা নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ কাফেলা’র সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা আগেই বলেছিলাম- তাদের আরও আস্তানা এখানে আছে। এই ধারাবাহিকতায় তারা আস্তানা থেকে পালানোর চেষ্টাকালে স্থানীয়দের হাতে আটক হয়েছে।

তিনি আরও বলেন, আটক জঙ্গি সদস্যদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটকদের মাঝে কয়েকজন ডাক্তার ও চায়না বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২ জন ইঞ্জিনিয়ার আছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

১৭ ‘জঙ্গি’ নিয়ে নতুন অভিযানে পুলিশ

আপডেট সময় ০৩:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের জঙ্গি সন্দেহে আটক হওয়া ১৭ জনকে নিয়ে নতুন করে অভিযানে নেমেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি)ইউনিট। মঙ্গলবার সকাল ৭টা থেকে অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।

সিটিটিসি ইউনিট সূত্র জানায়, অঝোরে বৃষ্টি হওয়ার কারণে অভিযান শেষ হতে সময় লাগবে।

সিটিটিসি ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান যুগান্তরকে জানিয়েছেন, অভিযান শেষে হলে সামগ্রিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলা হবে।

এর আগে সোমবার সকালে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাঁশ টিলা বাজার থেকে স্থানীয় জনতার হাতে জঙ্গি সন্দেহে ১৭ জন আটক হয়। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে সিটিটিস প্রধান মো. আসাদুজ্জামান সোমবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, আটকক ব্যক্তিরা নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ কাফেলা’র সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা আগেই বলেছিলাম- তাদের আরও আস্তানা এখানে আছে। এই ধারাবাহিকতায় তারা আস্তানা থেকে পালানোর চেষ্টাকালে স্থানীয়দের হাতে আটক হয়েছে।

তিনি আরও বলেন, আটক জঙ্গি সদস্যদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটকদের মাঝে কয়েকজন ডাক্তার ও চায়না বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২ জন ইঞ্জিনিয়ার আছে।