‘প্রযুক্তির গ্রাস থেকে রক্ষায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ’
- আপডেট সময় ০২:১৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / ৩২৩ বার পড়া হয়েছে
শিশুদের পাঠভ্যাস, আত্মজাগরণ ও প্রযুক্তির গ্রাস থেকে রক্ষায় রাজধানীর তুরাগে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে তুরাগের কামারপাড়া সংলগ্ন মামস্-এম এ আউয়াল মডেল স্কুল এর প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে উক্ত বই বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় প্রকাশন এর সত্বাধিকারী ফরিদ আহমেদ, এম এ আউয়াল ট্রাস্ট এর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, হরিরামপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার এবং উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ তারেকউজ্জামান খান।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সময় প্রকাশন এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসময় শতাধিক শিক্ষার্থীর হাতে ডা. লুৎফর রহমান রচিত সাড়া জাগানো গ্রন্থ ‘উন্নত জীবন’ বইটি তুলে দেয়া হয়। আয়োজনে বক্তারা বলেন, স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের প্রযুক্তির গ্রাস থেকে রক্ষায় বই পড়ার বিকল্প নেই। বই মানব জীবনকে সমৃদ্ধ করে এবং বই জীবনের সঠিক দিকনির্দেশক। বক্তারা আরো বলেন, বর্তমানে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যেভাবে মোবাইল এবং ফেসবুকে আসক্ত হয়ে পড়ছে তা সত্যিই ভয়ঙ্কর এবং জাতীয় জীবনে এর মারাত্মক প্রভাব পড়ছে। ফেসবুক, টিকটক এবং ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর আসক্তি থেকে শিক্ষার্থীদের বের করে আনার ক্ষেত্রে বই পড়ার কোন বিকল্প জানান বক্তারা।
উক্ত বই বিতরণ কর্মসূচির আয়োজক এবং উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারেকউজ্জামান খান জানান, এই কর্মসূচির আওতায় আমরা উত্তরার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ড. লুৎফর রহমান এর রচিত ‘উন্নত জীবন’ বইটি বিতরণ করছি এবং বিতরণ শেষে আমরা একটি পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ০৩ (তিন)জন সেরা পাঠককে পুরস্কৃত করব। এতে আমাদের শিশুরা বই পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে বলে আমরা মনে করি।এর আগে সকালে একই কর্মসূচির আওতায় উত্তরা ১০ নম্বর সেক্টরে অবস্থিত প্যারাডাইজ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে ড. লুৎফুর রহমান রচিত ‘উন্নত জীবন’ বইটি বিতরণ করা হয়। আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব, লেখক ও গবেষক মো. আব্দুল লতিফ মণ্ডল এবং বিশেষ অতিথি গণগ্রন্থগারের সাবেক পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে মিলন ও সময় প্রকাশন এর সত্বাধিকারী ফরিদ আহমেদ প্রমুখ।