ড. ইউনূসকে চিঠি লিখলেন ওবামা

- আপডেট সময় ০৮:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ২৩২ বার পড়া হয়েছে
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পুরোনো স্মৃতি তুলে ধরে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন। রবিবার (২৭ আগস্ট) সেই চিঠিটি শেয়ার করা হয়েছে ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে। বারাক ওবামা চিঠিতে লিখেছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবার এবং সম্প্রদায়কে দারিদ্র্যমুক্ত করতে আপনার প্রচেষ্টা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। ২০০৯ সালে হোয়াইট হাউজে আপনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আমি বলেছিলাম, আপনার কাজ লাখ লাখ মানুষকে তাদের নিজস্ব সম্ভাবনা জাগিয়ে তুলতে অনুপ্রাণিত করেছে। চিঠিতে বারাক ওবামা আরও লিখেছেন, আমি আশা করি এটি আপনাকে জানার শক্তি দেবে যে, আপনি যাদের সম্ভাবনায় বিনিয়োগ করেছেন এবং আমরা যারা সকলের জন্য আরও ন্যায়সঙ্গত অর্থনৈতিক ভবিষ্যতের বিষয়ে চিন্তা করি, তারা আপনার সম্পর্কে অবগত আছেন। আমি আশা করি, আপনার গুরুত্বপূর্ণ কাজ করার স্বাধীনতা অব্যাহত থাকবে।