ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন সম্পাদক আইয়ুব খান
- আপডেট সময় ১১:৩২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১৯৩ বার পড়া হয়েছে
ঢাকা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন ধামরাইয়ের মো. ইয়াছিন ফেরদৌস মুরাদ আর সাধারণ সম্পাদক হয়েছেন আশুলিয়ার আইয়ুব খান। ৫ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা যুবদলের এই আংশিক কমিটির অনুমোদন করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিল্টন।
সোমবার রাতে এ কমিটি গঠন ও দলীয় সাংগঠনিক প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
ঢাকা জেলা যুবদলের নবগঠিত এ কমিটিতে অন্য যারা রয়েছেন তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. আবুল হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক কেরানীগঞ্জ দক্ষিণ থানা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মোকারম হোসেন সাজ্জাদ।
ঢাকা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি মো. ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, ঢাকা জেলা যুবদলের সভাপতি হওয়ায় প্রথমে মহান আল্লাহর দরবারে হাজারও শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সঙ্গে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। তারা যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে ঢাকা জেলা যুবদলের সভাপতির দায়িত্ব দিয়েছেন আমি তাদের আস্থা অক্ষুণ্ণ রাখব এবং প্রতিদান দিতে যা যা করা দরকার আমি তাই করব ইনশাআল্লাহ।
ইয়াসিন ফেরদৌস মুরাদ আরও বলেন, এখন দায়িত্ব আরও বাড়ল। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও খালেদা জিয়ার মুক্তির জন্য দলের সব আন্দোলনে জেলা যুবদল জোরালো ভূমিকা রাখবে।
ঢাকা জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করব। দেশ ও জাতির কল্যাণে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করব।
ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু সুনীল সাহা বলেন, ঢাকা জেলা যুবদলের নবগঠিত কমিটি অনেক ভালো হয়েছে। আমি আশাবাদী এ কমিটি দেশ-জাতির কল্যাণে ও দলের আশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে।