স্পেসএক্সের রকেট উৎক্ষেপণ সৌর ঝড়ে বাধাগ্রস্ত
- আপডেট সময় ১০:২৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১৩১ বার পড়া হয়েছে
পৃথিবীর কক্ষপথে শক্তিশালী সৌর ঝড় বয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের মহাকাশযান কোম্পানি স্পেসএক্স তাদের রকেট উৎক্ষেপণ সাড়ে ঘণ্টার বেশি সময় পেছাতে বাধ্য হয়েছে। খবর স্পেস ডটকমের।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেইপ কেনাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফ্যালকন৯ রকেটে করে স্পেসএক্স কোম্পানি তাদের ২১টি নতুন স্টারলিংক ‘ভি২ মিনি’ উপগ্রহ মহাকাশে পাঠাতে চেয়েছিল। কিন্তু জি-৩ শ্রেণির সৌর ঝড়ের কারণে ওই সিডিউল বদলাতে বাধ্য হয় কোম্পানি কর্তৃপক্ষ।
এ বিষয়ে স্পেস এক্সের ভেরিফায়েড টুইটারে বলা হয়, সন্ধ্যা ৬টা ১ মিনিটের আগে ফ্লোরিডা সেন্টার থেকে কোনো উৎক্ষেপণের লক্ষ্য নেওয়া হচ্ছে না। কেবল স্পেস এক্সের উৎক্ষেপণই নয়, সোমবারের এই সৌর ঝড়ের ফলে কানাডায় খনিতে তেল উত্তোলনও দিতে হয়েছে। মহাকাশ বিশেষজ্ঞরা জানান, সৌর ঝড় বায়মন্ডলের উপরিভাগে গ্যাসের ঘনত্ব বাড়িয়ে দেয়।
এমন সময় রকেট উৎক্ষেপণ করলে তার উপরের দিকে ওঠার গতি বাধাগ্রস্ত হয়। স্টারলিংকের মতো ছোট উপগ্রহের বেলায়ও সমস্যা সৃষ্টি করতে পারে এই সৌর ঝড়।পৃথিবীর কক্ষপথে সৌর ঝড়ের সম্মুখীন হয়ে বিপত্তির ঘটনা এই প্রথম নয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে স্পেসএক্স সৌর ঝড় চলাকালে রকেট উৎক্ষেপণ করে ৪০টি উপগ্রহ হারায়।